পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] রসবিচার 8ᏬᏱ র্তাচার জ্ঞানিচর দাস মধ্যে পরিগণিত। যাহারা প্রথমাবধি ভজন বিষয়ে আসক্ত সেই চন্দ্ৰধ্বজ, হরিহর, বহুলাখ, ইক্ষাকু ও পুণ্ডরীকাদি সেবানিষ্ঠ শবণাগত । ব্ৰজনাথ । প্রভো, পারিষদ কাহারা ? গোস্বামী । উদ্ধব, দাকক, সাত্যকি, এতদেব, শক্রজিৎ, নন্দ, উপনন্দ ও ভদ্র প্রভৃতি পারিষদ দাস । ইহাবা মন্ত্রণাদি কাৰ্য্যে নিযুক্ত থাকিয়া ও অবসরক্রমে পরিচর্য্যা করেন। কৌরবদিগের মধ্যে ভীষ্ম, পরীক্ষিৎ, বিজুরাদি ও পারিষদ । ইহাদিগের মধ্যে প্রেমবিপ্লব উদ্ধবই শ্রেষ্ঠ । ব্ৰজনাথ। অনুগ ভক্ত কাহারা ? গোস্বামী । সৰ্ব্বদা পরিচর্য্যাকার্য্যে আসক্তচিত্ত দাসগণ পুরস্থিত ও ব্রজস্থিত-ভেদে অনুগভক্ত দুইপ্রকার । সুচন্দ্র, মণ্ডল, স্তম্ভ, সুতম্ব প্রভূতি দ্বারকাপুবস্থ অনুগভক্ত। বক্তক, পত্রক, পত্রী, মধুকণ্ঠ, মধুব্রত, রসাল, সুবিলাস, প্রেমকন্ধ, মকরন্দক, আনন্দ, চন্দ্রহাস, পায়োদ, বকুল, রসদ, এবং শারদ এই সকল ব্ৰজস্থ অনুগদাস। ব্ৰজামুগদাসের মধ্যে রক্তক সৰ্ব্বপ্রধান । ধূৰ্য্য, ধীর, বীর-ভেদে পারিষদাদি ত্রিবিধ। আশ্ৰিতাদি ত্ৰিবিধ দাসগণ নিত্যসিদ্ধ, সিদ্ধ ও সাধক-ভেদে ত্রিবিধ। ব্ৰজনাথ । দাস্তবসের উদ্দীপন কি কি ? গোস্বামী। মুরলীধ্বনি, শৃঙ্গ ধ্বনি, সহাস্যাবলোকন, গুণশ্রবণ, পদ্ম, পদচিহ্ন, নবীন মেঘ এবং অঙ্গ সৌরভ, এই সকল । ব্ৰজনাথ। এই রসের অমৃভাব কি কি ? গোস্বামী। সৰ্ব্বতোভাবে নির্দিষ্ট স্বকাৰ্য্যকরণ, আজ্ঞা প্রতিপালন, ঈর্ষা ভাব, কৃষ্ণের প্রণতজনের সহিত মৈত্রী, কৃষ্ণনিষ্ঠতাদি এই রসের অসাধারণ অনুভাব । নৃত্যাদি উদ্ভাস্বর সকল, কৃষ্ণসুহৃদ্বর্গের প্রতি আদর এবং অন্তর বিরাগাদি অকুভাব ।