পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃ8 জৈবধৰ্ম্ম [ ত্রিংশৎ ব্ৰজনাথ। প্রণয়ের লক্ষণ কি ? গোস্বামী। সন্ত্রমাদির যোগ্যতা স্পই থাকিলেও, সন্ত্রমগন্ধশূন্তরতিষ্ট প্রণয়। এই সখ্যরস অতি অপূৰ্ব্ব। প্রীত ও বৎসলরসে কৃষ্ণ এবং কৃষ্ণভক্তের পরস্পর ভাব ভিন্ন জাতীয়। সকল রসের মধ্যে প্রেরস অর্থাৎ সখ্যৱসই প্রিয়। কেননা কৃষ্ণ ও কৃষ্ণভক্তের পরস্পর এক জাতীয মাধুৰ্য্যভাব ইহাতেই লক্ষিত হয় । ত্রিংশৎ অধ্যায় রসনবিচার বৎসল রসবিচার—বৎসল রসেব বিষয় শ্ৰীকৃষ্ণের স্বরূপ—বৎসল বসের আশ্রয়—বৎসল রসের উদ্দীপন—বৎসল রসের অনুভাব, সাত্ত্বিক ও ব্যভিচাবিভাব—বৎসল রসের স্থাধিভাব-বলদেবের ঐতি ও বাৎসল্যরস মিশ্রভাব—যুধিষ্ঠিরের বাৎসল্য প্রীতি ও সখ্যরসান্বিত ভাব-উগ্রসেনের সখ্য মিশ্রিত বাৎসল্য—নকুল-সহদেব-নারদাদির দাস্যরসফুক্ত সখ্য—রুত্ৰ গরুড় ও উদ্ধবাদিব দাস্য সখ্যরসমিশ্রিত—মধুর রস ব্যাখ্য—মধুর রসের নামান্তর মুখ্যভক্তিরস—মধুর রস হুগোপা—প্রিয়নৰ্ম্ম সখাগণের কিয়ৎপরিমাণে শৃঙ্গার রসে অধিকার— মধুর রসের অtলম্বন ও স্থায়ীভাব-বিপ্ৰলন্ত ও সন্তোগ-পূৰ্ব্বরাগ মান প্রবাস—সন্তোগ —গেীনভক্তিরসসমূহের স্থিতি—মুখ্যরসের সহিত গৌণ রসের সম্বন্ধ বিচার-রসসমূহের পরস্পর শক্রতা ও মিত্রত বিচার-মিত্র রসসংযোগের ফল—মিত্র রসের অঙ্গঅঙ্গী ভেদনিরূপণ—গৌণ রস অঙ্গী হইবার যোগ্য-রসাভাস—রসবিরোধ—অধিরূঢ় মহাভাবে বিরুদ্ধভাবের সম্মিলন—উপবস, অমুরস ও অপরস—সাধুসঙ্গে বিজয় ও ব্রজনাথের ভজনোন্নতি— বিজয় ও ব্রজনাথ অন্ত খিচুরিভোগের প্রসাদ পাইয়া ঐহরিদাস ঠাকুরের সমাধি দর্শন করিলেন। পরে টোটায় শ্ৰীগোপীনাথ দর্শনপূর্বক