পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] রসবিচার 8ፃ¢ ত্রীরাধাকান্তমঠে উপস্থিত হইয়া ত্রগুকগোস্বামীর চরণে দওবং প্রণাম করতঃ উপবিষ্ট হইলেন । ঐধ্যানচন্দ্রগোস্বামীর সহিত র্তাহাদের নানাবিধ কথোপকথন হইতে লাগিল। ঐগুকগোস্বামী সেই অবসরে প্রসাদ পাইয়া আপন গদিতে বসিলেন । ব্ৰজনাথ বিনীতভাবে বৎসল-ভক্তিরসের কথা জিজ্ঞাসা ঋবিলে ঐ গুরুগোস্বামী বলিতে লাগিলেন । বৎসলবসে শ্ৰীকৃষ্ণ এবং তাঙ্কার গুরুবৰ্গ বিষয় ও আশ্রয়কপে আলম্বন। কৃষ্ণ সুন্দর, খামাঙ্গ, সৰ্ব্ব সল্লক্ষণযুক্ত, মুক্ত, প্রিয়বাক্, সরল লজ্জাবান, বিনয়ী, মান্তমানকারী ও দাতা । ব্রজবাজ্ঞী, ব্রজেশ্বর, রোহিণী, মান্ত গোপীগণ, তথা দেবকী, কুন্তী, বসুদেব, সান্দীপনি ইত্যাদি গুরুজন মধ্যে নন্দ ও যশোদা সৰ্ব্বপ্রধান। এই রসে কৌমারাদি বয়স, রূপ, বেশ, শৈশব, চাপল, জল্পনা, হাস্য, লীল৷ ইত্যাদি উদ্বীপন । ব্ৰজনাথ । এই রসের অনুভাব সকল কি কি ? গোস্বামী। মস্তকম্রাণগ্রহণ, হস্তদ্বারা অঙ্গমার্জন, আশীৰ্ব্বাদ, আজ্ঞাদান, লালন, প্রতিপালন, হিতোপদেশ-দান ইত্যাদি কাৰ্য্যসকল অমুভাব। চুম্বন, আলিঙ্গন, নাম ধরিয়া ডাকা এবং উপযুক্ত সময়ে তিরস্কার এই রসের সাধারণ কার্য্য । ব্ৰজনাথ । এ রসের সাত্বিকবিকার কি কি ? গোস্বামী। স্তম্ভাদি আট প্রকার এবং স্তনদুগ্ধস্রাব এই নয়ট এ রসের সাত্ত্বিক বিকাব । ব্ৰজনাথ । এ রসের ব্যভিচারিভাব কি কি ? গোস্বামী। বৎসলরসে প্রীতরসোত্ত সমস্ত ব্যভিচারিভাব তথা অপস্মার প্রকাশ পায়। ব্ৰজনাথ । এ রসের স্থায়ীভাব কিরূপ ? গোস্বামী । অমুকম্পাকারীর অমুকম্পার পাত্রের প্রতি যে সন্ত্রম