পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bሥ8 জৈবধৰ্ম্ম [ ত্রিংশৎ করিলেন। সেই গ্রন্থ অধ্যয়ন করিতে করিতে তৰিষয়ে সংশয় উপস্থিত হষ্টলে ঐগুরুগোস্বামীর নিকট জিজ্ঞাসা করেন। একদিন বিজয় ও ব্ৰজনাথ অপরাহ্লে সমুদ্রতীরে বসিয়া সমুদ্রের লহরী দেখিতে দেখিতে মনে করিলেন যে জীবনও উক্ষ্মীময়। কখন কি ঘটে বলা যার না । বাগমার্গের ভজনপদ্ধতি শ্ৰীগুরুগোস্বামীর নিকট শিক্ষা করিয়া লইতে হইবে। ব্ৰজনাথ বলিলেন, শ্ৰীধ্যানচন্দ্র গোস্বামী যে পদ্ধতি লিথিয়াছেন, তাহ আমি দেখিয়াছি। বোধ হয়, কিছু গুরূপদেশ পাইলে তাহাতে বিশেষ ফল পাওয়া যাইতে পাবে। ভাল, আমি ঐ পদ্ধতি নকল করিয়া লইব । এই কথা স্থির করিয়া শ্ৰীধ্যানচন্দ্রের নিকট সেই পদ্ধতিব প্রতিলিপি পাইবার প্রার্থনা করিলেন । শ্ৰীধ্যানচন্দ্র বলিলেন, আমি ঐ পদ্ধতি দিতে পারিব না। শ্ৰীগুরুগোস্বামীর অনুমতি গ্রহণ করুন । উভয়ে ঐগুরুগোস্বামীর নিকট সে বিষয় প্রস্তাব করিলে, তিনি বলিলেন, —ভাল, প্রতিলিপি লইয়া আমার নিকট আসিবে। সেই অনুমতিক্রমে বিজয় ও ব্ৰজনাথ উভয়ে পদ্ধতির প্রতিলিপি লইলেন । মনে করিলেন যে, অবকাশক্রমে ঐগুরুগোস্বামীর নিকট ঐ পদ্ধতি আলোচনা করিয়া বুঝিয়া লইব । শ্ৰীধ্যানচন্দ্র গোস্বামী সৰ্ব্বশাস্ত্রে পণ্ডিত ছিলেন । বিশেষতঃ হরিভজনতন্ত্রে তাহার তুল্য পারদর্শী আর কেহ ছিল না । শ্ৰীগোগাল গুরুগোস্বামীর শিষ্যগণের মধ্যে তিনি অগ্রগণ্য । বিজয় ও ব্ৰজনাথকে ভঞ্জনবিষয়ে পরম যোগ্য জ্ঞান করিয়া ভজনপদ্ধতির সমস্ত তত্ত্ব শিক্ষা দিয়াছিলেন । বিজয় ও ব্রজনাথ মধ্যে মধ্যে গুরুগোস্বামীর শ্ৰীচরণ হইতে তৎসম্বন্ধে সমস্ত সন্দেহ নিরসন করিয়া লইলেন । শ্ৰীমন্মহাপ্রভুর দৈনন্দিন চরিত্র এবং শ্ৰীকৃষ্ণের দৈনন্দিন লীলার পরস্পর সম্বন্ধ বুঝিয়া লইয়া অষ্টকালীন ভজনে প্রবৃত্ত হইলেন।