পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to 8 জৈবধৰ্ম্ম [ দ্বাত্রিংশৎ করিয়া আমি ব্ৰজানুভূতি লষ্টয়া সন্তুষ্ট হইলাম, এখন ব্রজের রস-বৈচিত্র্য ভাল করিয়া জানিয়া লইব । প্রকৃত বিষয়ে পুনঃ প্রবৃত্ত হইলাম। গুরো; যে সকল গোকুলকন্যা ক্লঞ্চে পতিভাব করিয়াছিলেন তাহাদিগকে কি স্বকীয়া বলা যায় ? গোস্বামী । যে সকল গোকুলকন্যা কৃষ্ণে পতিভাব করিয়াছিলেন, র্তাহাদের পতিভাবনিষ্ঠত্ব প্রযুক্ত তাৎকালিক স্বকীয়ত্ব হইয়াছিল। কিন্তু গোকুলবনিতাগণ স্বরূপতঃ পরকীয, তাহাদেব স্বকীয়ত্ব-স্বভাল ন হইলেও গন্ধৰ্ব্ববিবাহ-রীতিক্রমে তাতারা স্বীকৃত হওয়ায় স্বকীয়ত্ব (সাম্প্রত অবস্থায়) অর্থাৎ গোকুললীলায় সিদ্ধ তষ্টয়াছিল। বিজয় । প্রভো, ক্রমে অনেক কথা জিজ্ঞাসা করিব। ঐউজ্জলনীলমণির ক্রম ধরিয়া সকল কথা বুঝিব। নায়ক সম্বন্ধে সকল কথা বুঝিয়া লষ্ট । নায়ক অনুকূল, দক্ষিণ, শঠ ও ধৃষ্ট-ভেদে চারি প্রকার তন্মধ্যে অনুকূল কি প্রকার ? গোস্বামী। যিনি অন্যললনা পৃঙ্গ পরিত্যাগপূৰ্ব্বক এক নায়িকায় অতিশয় আসক্ত, তিনি অমুকুল নায়ক । সীতার প্রতি রামের সেই প্রকার ভাব ছিল, রাধিকায় কৃষ্ণের সেইরূপ অমুকুল ভাব । বিজয় । ধীরোদাত্তাদি চারি প্রকার নায়কে পৃথক পৃথক্ করিয়৷ অমুকুলাদি ভাবের পরিচয় জানিতে ইচ্ছা করি । কৃপা করিয়া ধীরোদাত্তামুকুল নায়কের লক্ষণ বলুন। গোস্বামী। ধীরোদাত্তামুকুল নায়ক গম্ভীর, বিনয়ী, ক্ষমাশীল, করুণ, দৃঢ়ব্ৰত, আত্মশ্লাঘাশুন্ত, গৃঢ়গৰ্ব্বী ও উদারচিত্ত হইয়াও তত্তং গুণ পরিত্যাগপুৰ্ব্বক স্বীয় নায়িকার অভিসরণ করেন। বিজয়। ধীরললিতামুকুল নায়খ কি প্রকার? গোসামী। রসিকতা, নবযৌবন, পরিহাসপটুতা, নিশ্চিস্ততাদি,