পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার (to ዓ গোস্বামী । নায়কের ন্যায় গুণবান হইয়াও নায়কের অনুবৃত্তিকারী শ্ৰীদামই কৃষ্ণুেব পীঠমৰ্দ্দ । পিজয়। প্রিয়নৰ্ম্মপথার লক্ষণ কি ? গোস্বামী। আতাস্তিকরহস্যজ্ঞ, সঙ্গীভাবাশ্রিত মুবল ও অর্জুনাদি কৃষ্ণের প্রিয়নৰ্ম্মসখা । সুতরাং তাহারা অন্ত সকল প্রণয়ী অপেক্ষা শ্রেষ্ঠ । চেট, বিট, বিদূষক, পীঠমৰ্দ্দ ও প্রিয়নৰ্ম্মসখা, এই পাচের মধ্যে চেটগণের দান্তরস, পীঠমদেব বীররস, অন্ত সকলের সখ্যরস । চেটগণ কিঙ্কব, আর চারিজন সখা । বিজয় । সহায়গণের মধ্যে কি স্ত্রীলোক নাই ? গোস্বামী। ই আছেন। তাহারা দুতী । বিজয়। দূতী কয় প্রকার ? গোস্বামী। দূতী দুই প্রকার, স্বয়ংদুতী ও আপ্তদূতী। কটাক্ষ ও বংশীধ্বনি স্বয়ংদুতী । বিজয়। আহা! আপ্তদুতী কাহারা ? গোস্বামী। প্ৰগলভ-বচনচতুরা ‘বারা’ এবং চাটু-উক্তিচতুরা ‘বৃন্দ এই দুই জন কৃষ্ণের আপ্তদূতী। স্বয়ংদুতী ও আপ্তদূতী ইহারা অসাধারণী । ইহারা ব্যতীত লিঙ্গিনী, দৈবজ্ঞা ও শিল্পকারিণী প্রভূতি কৃষ্ণেব অনেক সাধরণী দূত আছেন। তাহাদের কথা নায়িক দূতী-বিচারে বলিলেই श्ई श्ब्र । বিজয় । আমি শ্ৰীকৃষ্ণরূপ নায়কের ভাব, গুণ ইত্যাদি অনুভব করিয়াছি। ইহাও জানিয়াছি যে কৃষ্ণ, পতি ও উপপতিভাবে নিত্যলীলা করেন। পতিভাবে দ্বারকাপুরে এবং উপপতিভাবে ব্ৰজপুরে লীলা করেন। আমাদের কৃষ্ণ উপপতি, অতএব ব্রজের রমণীগণের বিবরণ জানাই আবখ্যক ।