পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার ©ᎽᎼw বিঘ্নিত ইহুয়াছিলেন। শ্রদ্ধাপূৰ্ব্বক তপস্তাচরণ করিয়া প্রেমবর্তী গোপী তষ্টয়া ব্রজে জন্মগ্রহণ করেন। বিজয। অযোথিকী কাঠারা ? গোস্বামী। গোপীদিগেব ভাবে বদ্ধবাগ হইয়া যাহারা উৎকণ্ঠাঃসাবে তদেঘাগ্য অনুরাগ ক্রমে সাধনে বত হন তাহারাই প্রাচীন ও নবীনভেদে দুষ্ট প্রকারেব অযৌথিকী বলিয়া প্রসিদ্ধ। কেহ কেহ একক এবং কেত কেচ দুইজনে বা তিনজনে ব্রজে জন্মগ্রহণ করিয়া থাকেন । প্রাচীনাগণ নিত্য প্রিয়াদিগের সহিত সালোক্য লাভ করেন। দেবমানবাদি যোনি হইতে নবীনাগণ আসিল ব্রজে জন্মগ্রহণ করেন । ক্রমশঃ প্রাচীন হইযা পূৰ্ব্বোক্ৰমত সালোক্য প্রাপ্ত হন। বিজয়। আমি সাধনপরাদিগের কথা বুঝিলাম। এখন দেবীগণের কথা আজ্ঞা করুন । গোস্বামী। যখন ক্লঞ্চ স্বর্গে দেবযোনিতে অংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, তখন নিতাপ্রিঃগণ স্বীয় স্বীয় অংশে তাহার তুষ্টির জন্য দেবযোনিতে জন্মগ্রহণ করেন। আবার যখন কৃষ্ণ পূর্ণরূপে গোকুলে উদিত হন, তখন তাহারা গোপকন্ত হইয়া তাহদের অংশী নিত্যপ্রিয়াদিগের প্রাণসখী হইয়া জন্মগ্রহণ করেন । বিজয় । প্রভো, কৃষ্ণ কোন কোন সময়ে দেবযোনিতে অংশে জন্ম গ্রহণ করেন ? গোস্বামী । স্বাংশরূপে কৃষ্ণ অদিতির গর্ভে বামন হইয়া জন্মগ্রহণ করেন, আবার বিভিন্নাংশে অন্তান্ত দেবত হন। শিব ও ব্রহ্মার মাতৃগর্ভজন্ম নাই। ব্ৰক্ষা ও শিব সীমান্ত পঞ্চাশগুণের বিন্দু বিন্দু লইয়া যে জীবনিচয় হয়, তন্মধ্যে গণ্য ন হইলেও বিভিন্নাংশ। ঐ পুঞ্চাশটা গুণ। তাহাদের অধিক পরিমাণে থাকায় এবং ততোধিক আর পাচটা গুণের