পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার (፫X® চন্দ্রাবলী, বিশাখী, ললিতা, স্যামা, পদ্ম, শৈব্যা, ভদ্রক), তারা, বিচিত্র, গোপালী, ধনিষ্ঠা, পালী প্রভূতির উল্লেখ আছে। চন্দ্রাবলীর অন্ত নাম সোমাভ। রাধকার নামাস্তব গান্ধব । খঞ্জনাশী, মনোরমা, মঙ্গলা, বিমল, লীলা, কৃষ্ণা, শারী, বিশারদ, তারাবলী, চকোরাক্ষী, শঙ্করী ও কুঙ্কুমাদি ব্রজাঙ্গনাগণও শোক প্রসিদ্ধ। বিজয় । ইহাদের পরস্পপ কি সম্বন্ধ ? গোস্বামী। এই সকল গোপীগণ যুথেশ্বরী। যুদ্ধও শত শত। বরাঙ্গনাসকল যুথে যুথে লক্ষ সংখ্যা । বাধা হইতে আরম্ভ করিয়া কুঙ্কুমা পৰ্য্যস্ত সকলেই যুথাধিপ বলিযা প্রকীৰ্ত্তিত । বিশাখী, ললিতা, পদ্মা ও শৈব্য ইহুদিগকে প্রোহভাবে কীৰ্ত্তন করা হইযাছে। যুথেশ্বরিগণের মধ্যে বাধা প্রভৃতি অষ্ট গোপী সৌভাগ্যাতিশয় প্রযুক্ত প্রধান বলিয়া কথিত হইয়াছেন । বিজয় । বিশাপা, ললিতা, পদ্মা ও শৈব্যা ইহার প্রধান গোপী এবং কৃষ্ণের লীলাপুষ্টিকরণে বিশেষ পটু। তাহাদিগকে স্পষ্টরূপে যুথেশ্বরী কেন বলা হয় নাই ? গোস্বামী। তাহারা যেরূপ গুণবতী তাহাতে র্তাহাদিগকে যুথাধিপত্যে গ্রহণ করা যোগ্যই বটে। কিন্তু শ্ৰীমতী রাধার পরমানন্দময়ভাবে ললিতা ও বিশাখা এত মুগ্ধ যে, তাহারা আপনাদিগকে স্বতন্ত্র যুথেশ্বরী বলিতে ইচ্ছা করেন না। তন্মধ্যে কেহ কেহ ঐমতীর অনুগত সখী এবং কেহ কেহ চন্দ্রাবলীর অনুগত, এরূপ শাস্ত্রে কীৰ্ত্তিত আছে। বিজয়। আমরা শুনিয়াছি যে, ললিতার গণ আছে, সে কিরূপ ? গোস্বামী । শ্ৰীমতী সৰ্ব্বযুথেশ্বরীর প্রধান। তাহার যুথগতগণ কেহ কেচ ভাববিশেষের আদরে ক্রমে ললিতার গণ বলিয়া পরিচিত এবং কেহ কেহ বিশাখাদির গণ । ললিতা, বিশাখা প্রভৃতি অঃ সখী