পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q>bア জৈবধৰ্ম্ম [ ত্রয়ন্ত্রিংশৎ সমাধি দেখিতে গেলেন। বিজয়কুমার শ্রীরাধাকান্ত মঠে আসিয়া শ্ৰীগুরুদেবকে প্রণাম করিলেন। সময় বুঝির বিজয় ঐরাধিকার কথা জিজ্ঞাসা করিলেন। বিজয় বলিলেন,—প্রভো, শ্ৰীবৃষভানুনন্দিনীই আমাদের প্রাণসৰ্ব্বস্ব। কেন বলিতে পারিনা, রাধিকার নাম শুনিলে আমার হৃদয় গলিত হয়। যদিও শ্ৰীকৃষ্ণই আমাদের একমাত্র গতি তথাপি শ্রীরাধার সহিত যে লীলাবিলাস, তাহাই মাত্র আস্বাদন করিতে ভালপাসি । যাহাতে শ্রীরাধিকাৰ কথা নাহ, এরূপ কৃষ্ণ কথাও আব ভাল লাগে না। প্রভো, বলিতে কি, আমি আর বিজয়কুমার ভট্টাচাৰ্য্য বলিয়া পরিচিত হইতে চাহিনী । শ্রীবাধিকাব পাল্যদাসী বলিয়া আমার পরিচয় দিতে ভাল লাগে। আপার আর এক আশ্চর্য্যের বিষয় এই যে, বঙি ধ লোকের নিকট ব্রজ কথাপ্রসঙ্গ করিতে ইচ্ছা হয় না। অরসিক লোকে যেখানে রাধাকৃষ্ণেব মাহাত্ম্য বর্ণন করেন, সে সমাজ হইতে উঠিয়া যাইতে ইচ্ছা কবে । গোস্বামী। তুমি ধন্ত ! আপনাকে যতদিন সম্পূর্ণরূপে ব্রজাঙ্গন বলিয়া বিশ্বাস না হয়, ততদিন রাধাকৃষ্ণের বিলাস কথায় অধিকাব জন্মে না । পুরুষের কথা দূরে থাকুক, কোন দেবীরও রাধাকৃষ্ণ কথায় অধিকার নাই। বিজয়, যে সকল হরিবল্লভাদিগের কথা তোমাকে বলিয়াছি, তন্মধ্যে রাধা ও চন্দ্রাবলী সকলের মুখ্যা । তাতাদের উভয়েরষ্ট কোটি কোট সংখ্যা ললনায়ুথ আছে। মঙ্গরাসের সময় প্রমদাশতকোট আসিয়া রাসমণ্ডল শোভা করিয়াছিলেন । বিজয় । প্রভো, চন্দ্রাবলীর ও কোট কোটী যুথ থাকুক, কিন্তু ঐরাধার মাহাত্ম্য শুনাইয়া আমার দূষিত কর্ণকে শোধিত ও রসপূরিষ্ঠ করুন । আমি আপনার শরণাগত । গোস্বামী । আহা বিজয়, রাধা ও চন্দ্র বলীর মধ্যে ঐরাধ—মহাভাব