পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(१९० সুবর্ণপদক, কর্ণেদ্ধছিদ্রে স্বর্ণশলাকা, করে বলয়, কণ্ঠে কণ্ঠভূষা, অঙ্গুলিতে অঙ্গুরী, গলে তারাহার, ভূজে অঙ্গদ, চরণে রত্ননূপুর এবং পদাঙ্গুলিগুলিতে, জৈবধৰ্ম্ম অঙ্গুৰী, এইরূপ দ্বাদশ আভরণ শ্রীরাধার অঙ্গ শোভা করে। বিজয় । পচিশটা গুণ প্রধান যথা— S २ ॥ ළු | 8 | G | So I 영 | レア | సె | So I SS ১২ । ১৩ । >8 ] >(t | ১৬ ৷ ১৭ | ১৮ । তিনি মধুর অর্থাৎ চারুদৰ্শন । নববয়া অর্থাৎ কিশোর বয়স বিশিষ্ট । চপলাঙ্গী অর্থাৎ চঞ্চল অপাঙ্গ ( দৃষ্টি )। উজ্জ্বলম্মিত অর্থাৎ আনন্দময় হাস্তযুক্ত। চারুসৌভাগ্যের রেখাযুক্ত অর্থাৎ পাদাদিস্থিত চন্দ্ররেখাযুক্ত । গন্ধে মাধবকে উন্মাদিত করেন । সঙ্গীতবিস্তারে অভিজ্ঞ । রম্যবাক্ অর্থাৎ রমণীয় বাক্যপটু ৷ নৰ্ম্মপণ্ডিতা অর্থাৎ পরিহাসপটু ৷ বিনীতা । করুণাপূর্ণ। বিদগ্ধা অর্থাৎ চতুরা। পাটবান্বিতা, সৰ্ব্বকাৰ্য্যে পটুতাযুক্তা। লজ্জাশীলা । স্বমর্য্যাদা অর্থাৎ সাধুমার্গ হইতে অবিচলিত । ধৈর্য্যশালিনী অর্থাৎ দুঃখ সহিষ্ণু । গাম্ভীৰ্য্যশালিনী । সুবিলাসা অর্থাৎ সুবিলাসপ্লিয় । [ ত্রয়স্ত্রিংশৎ শ্রীরাধার প্রধান প্রধান গুণগুলি বলিতে আজ্ঞা হয়। গোস্বামী । শ্ৰীবৃন্দাবনেশ্বরীর কৃষ্ণের দ্যায় অসংখ্য গুণ । তন্মধ্যে