পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার ○○守 গোস্বামী। যুগেশ্বরীই কেবল আত্যন্তিকাধিকা। যুথমধ্যে যত সখী আছেন, তাহাদেব মধ্যে আপেক্ষিকাধিকা, আপেক্ষিক-সম এবং আপেক্ষিকলঘী এরূপ ভেদ আছে । আবার প্রখর, মধ্য ও মৃদ্বী-ভেদে– নয়। ঐ তিন তিন গুণে নয় প্রকার। যথা— ১ । আপেক্ষিকাধিক প্রখরা, ৪ । আপেক্ষিকসম প্রখরা, ৭ । আপেক্ষিক লঘু প্রখর । ২ । আপেক্ষিকাধিক মধ্য, ৫ । আপেক্ষিকসমা মধ্যা, ৮। আপেক্ষিক লঘু-মধ্য । ৩ । আপেক্ষিকাধিক-মৃদ্ধী, ৬। আপেক্ষিক-সমা-মুৰী, ১। আপেক্ষিক লঘু-মৃদ্বী। আত্যস্তিক লঘুও দুই প্রকার—আত্যস্তিকলঘু ও সমালঘু নয় ও এই দুই মিলিত হইয়। এগার হইল। যুথেশ্বরীকে লইয়া দ্বাদশ প্রকার, নায়িক এক এক যুথে আছেন। বিজয় । প্রভো, প্রসিদ্ধ কোন কোন সখী কোন প্রকার-ভেদে গণিত হন ? গোস্বামী । ললিতাদি সখীগণ শ্রীরাধার যুথে আপেক্ষিকাধিকপ্রধরাশ্রেণীভুক্ত। তাহারই যুথে বিশাখাদ সখীগণ আপেক্ষিকাধিক মধ্য মধ্যে পরিগণিত। সেই যুথে আপেক্ষিকাধিক মূদ্বীশ্রেণীতে চিত্রা, ও মধুরিকা প্রভৃতি সখীগণ পরিগণিত। ঐরাধার তুলনা অপেক্ষায় ঐললিতাদি অষ্টসখীই আপেক্ষিক লঘু মধ্যে গণিত। বিজয়। সেই আপেক্ষিকলঘু প্রখরাদিগের মধ্যে কি প্রকার ভেদ ? গোস্বামী। লঘুপ্রখরাগণ বামা ও দক্ষিণা-ভেদে দুই প্রকার। বিজয় । বামা লক্ষণ কি ? গোস্বামী। মানগ্রহণে সৰ্ব্বদা উদযুক্ত, মানের শৈথিল্যে কোপন।