পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নৈমিত্তিকধৰ্ম্ম অসম্পূর্ণ, হেয়, মিশ্র ও অস্থায়ী ২৯ শিক্ষাবলে তিনি হরিনাম সঙ্কীৰ্ত্তনেও মণ্ডল হইয়া পড়িলেন। যদিও বৈষ্ণবগণ র্তাহার কালোয়াতি মুর ভাল বাসিতেন না, তথাপি সঙ্কীৰ্ত্তনে একটু একটু কালোয়াতি টান দিয়া নিজের মাহাত্ম্য প্রকাশ করিতে করিতে অপরের মুখের দিকে চাহিয়া থাকিতেন । কিছুদিন এইরূপ করিতে করিতে র্তাহার একটু নামে মুখ বোধ হইল। তদনন্তর তিনি ঐনবদ্বীপে বৈষ্ণপদিগের নিকট গানকীৰ্ত্তনে যোগ দিবার জন্য শ্ৰীগোক্রমে আসিয়া একটী বৈষ্ণবাশ্রমে বাসা গ্রহণ করেন। সেই বৈষ্ণবের সহিত প্রস্থায় কুঞ্জে আসিয়া মালতীমাধবীমণ্ডপে বসিয়াছিলেন । বৈষ্ণবদিগের পরস্পর ব্যবহার ও দৈন্ত এবং বৈষ্ণবদাসের কথাগুলি শুনিয়া তাহার মনে কয়েকটা সন্দেহ হইল। তিনি বাগিতায় পটু ছিলেন বলিয়া সাহসপুৰ্ব্বক সেই বৈষ্ণব-সভায় এই বিষয়টা জিজ্ঞাসা করিলেন। র্তাহার প্রশ্ন, যথা – • মম্বাদি ধৰ্ম্মশাস্ত্রে ব্রাহ্মণবর্ণকে সৰ্ব্বোত্তম বলিয়াছেন। নিত্যকৰ্ম্ম বলিয়া ব্রাহ্মণের পক্ষে সন্ধ্যা-বন্দনাদি নির্ণয় করিয়াছেন। যদি সেই কাৰ্য্য নিত্য হয়, তবে বৈষ্ণব-ব্যবহার সকল কেন তাহার বিরুদ্ধ হয় ? বৈষ্ণবগণ বিতর্ক ভাল বাসেন না । কোন তার্কিক ব্রাহ্মণ এরূপ প্রশ্ন করিলে তাহারা কলহের ভয়ে কোন উত্তর দিতেন না, কিন্তু সমাগত প্রশ্নকৰ্ত্ত হরিনাম গান করেন বলিয়া সকলে কহিলেন,—শ্ৰীযুত পরমহংস বাবাজী মহাশয় এই প্রশ্নের উত্তর দিলে আমরা সকলে মুখী হইব। পরমহংস বাবাজী মহাশয় বৈষ্ণববর্গের আদেশ শ্রবণ করিয়া দণ্ডবৎপ্রণতিপূর্বক কছিলেন,—মহোদয়গণ, যদি আপনাদের ইচ্ছা হয়, তাহা হইলে ভক্তপ্রবর ঐবৈষ্ণবদাস উক্ত প্রশ্নের সম্যক্ উত্তর দিবেন। সে কথায় সকলেই অনুমোদন করিলেন । - বৈষ্ণবদাস ঐ গুরুদেবের বাক্য শ্রবণ করতঃ আপনাকে ধন্ত জানিয়।