পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G 8૨ জৈবধৰ্ম্ম চতুস্ত্রিংশৎ বিজয় । সখীগণ মধ্যে সব্বশ্রেষ্ঠ কাহারা ? গোস্বামী। যে সকল সখী রাধা ও কৃষ্ণে তুল্য পরিমাণ প্রেম বচন করিয়াও আমরা রাধিকার নিজ জন বলিয়। অভিমান করেন, র্তাঙ্গার সৰ্ব্বশ্রেষ্ঠ এবং তাহাদিগকে প্রিয়সখী ও পরমপ্রেষ্ঠসর্থী বলা যায় । বিজয় । প্রভো, সখী’দগের পক্ষ প্রতিপক্ষ সম্বন্ধে যে ভেদ থাকে— তাহা বলুন । গোস্বামী । সমস্ত ব্রজসুন্দ ীগণকে স্বপক্ষ, মুহৃৎপক্ষ, তটস্থ ও প্রতিপক্ষ-ভেদে চতুৰ্ব্বিধ বলা যায়। মুহৃৎপক্ষ ও তটস্থ—ইহার। প্রাসঙ্গিক স্বপক্ষ ও প্রতিপক্ষ ভেদই রসওদ । বিজয় । স্বপক্ষ ও প্রতিপক্ষাদির বিশেষ বর্ণনা করুন । গোস্বামী । স্বপক্ষ সম্বন্ধে আমি প্রায়ই সকল কথা বণিযাছি। এখন সুহৃৎপক্ষাদির ভেদ বর্ণন করিতে হইবে। ইষ্টসাধক ও অনিষ্টসাধক-ভেদে সুহৃদপক্ষ দুই প্রকার। যিনি বিপক্ষের মুহৃৎপক্ষ তিনিহ তটস্থ । বিজয় । এখন বিপক্ষ বর্ণন করুন । গোস্বামী। যাহারা ইষ্টহানি ও অনিষ্টকরতঃ বিপক্ষতাচরণ করেন, র্তাচারা পরস্পর বিদ্বেষবশত: বিপক্ষ হন । ছদ্ম, ঈর্ষা, চাপল, অস্থয়া, মৎসর, অমর্ষ, গৰ্ব্ব প্রভৃতি ভাবসকল বিপক্ষ সখীদিগের অভিব্যক্তি হয়। বিজয়। গৰ্ব্ব কিরূপে ব্যক্ত হয় ? গোস্বামী। অহঙ্কার, অভিমান, দৰ্প, উদ্ধসিত, মদ ও ঔদ্ধত্য ইত্যাদি ভেদে গৰ্ব্ব ছয়প্রকারে ব্যক্ত হয় । বিজয় । এস্থলে অহঙ্কার কিরূপ ? গোস্বামী । স্বপক্ষের গুণবর্ণনে পরপক্ষের প্রতি যে আক্ষেপ डाशझे *श्रट्झांद्र' ।