পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©© e জৈবধৰ্ম্ম [ পঞ্চত্রিংশৎ গোস্বামী। মধুর-ৱলে কৃষ্ণের ও কৃষ্ণবল্লভাদিগের গুণ, নাম, চরিত, মগুন, সম্বন্ধী ও তটস্থ বিষয় সকলই উদ্দীপন-বিভাব । বিজয় । গুণগুলি বলিতে আজ্ঞা হউক । গোস্বামী। গুণ তিন প্রকার ; মানস, বাচিক ও কায়িক । বিজয় । এ রসে মানস গুণ কতপ্রকার ? . গোস্বামী। কৃতজ্ঞতা, ক্ষমা এবং করুণাদি বহুবিধ মানস গুণ । বিজয় । বাচিক গুণ কত প্রকার ? গোস্বামী । কর্ণের আনন্দজনক বাক্যেই বাচিক গুণ সকল আছে। বিজয় । কায়িক গুণ কত প্রকার ? গোস্বামী। বয়স, রূপ, লাবণ্য, সৌন্দৰ্য্য, অভিরূপতা, মাধুৰ্য্য, মাৰ্দ্ধব ইত্যাদি কায়িক গুণ। এ রসে বয়ঃসন্ধি, নব্যবয়স, ব্যক্তবয়স ও পূৰ্ণবয়স এই চারি প্রকার মধুর-রসাপ্রিত বয়স । বিজয় । বয়ঃসন্ধি কি ? গোস্বামী । বাল্য ও যৌবনের সন্ধিকে বয়ঃসন্ধি বলা যায়। তাহারই নাম প্রথম কৈশোর। কৈশোর বয়স সমুদয়ই বয়ঃসন্ধি । পৌগণ্ডকে বাল্য বলা যায়। কৃষ্ণের এবং প্রিয়াগণের বয়ঃসন্ধি-মাধুৰ্য্যই—উদ্দীপন । বিজয় । নব্যবয়স কিরূপ ? গোস্বামী। নবযৌবন, স্তনের ঈষৎ উদয়, চক্ষের চঞ্চলতা, মন্দ হাস্ত এবং মনের স্বল্প বিক্রিয়াদ্বারা লক্ষিত হয় । বিজয় । ব্যক্তবয়স কিরূপ ? এই প্রশ্ন করিতে করিতে তথায় একজন ঐবৈষ্ণব ও একজন শঙ্করমঠের পণ্ডিত সন্ন্যাসী দেবদর্শনার্থে উপস্থিত হইলেন। ঐবৈঞ্চবের আপনাতে পুরুষরূপ দাসাভিমান আছে এবং শঙ্কর সন্ন্যাসী শুষ্ক ব্রহ্মচিন্তায় মগ্ন। সুতরাং তন্মধ্যে কাহারও ব্ৰজগোপী অভিমান ছিল না । পুরুষাভি