পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ চত্বারিংশৎ 8(كارانا ভজনকুটীরে বসিয়া সদা প্রেমাস্বাদন কবিতে লাগিলেন। ব্ৰজনাথের জননী ইত্যবসরে বিস্বচিক পীড়ায় ক্ষেত্ৰলাভ করিলেন । ব্রজনাথ ও তদীয় পিতামহী দেশে চলিয়৷ গেলেন । ব্ৰজনাথের নিৰ্ম্মল হৃদয়ে সখ্যপ্রেম উদিত হইল। তিনি ভঞ্জনবলে শ্রীধামনবদ্বীপে জাহ্নবীতীরে অনেক মুবৈষ্ণবের সহিত কালযাপন কবিতে লাগিলেন। বিজয় গৃহস্থবেশ পবিত্যাগ করিয়া কেীপীন বহিৰ্ব্বাস অবলম্বনপূৰ্ব্বক শ্ৰীমহাপ্রসাদ-মাধুকরীদ্বারা কালাতিপাত করিতে লাগিলেন। অষ্টপ্রহরের মধ্যে রাধাকৃষ্ণেব নিদ্রাসময়ে অল্প নিদ্রা, ভোজনের পর প্রসাদসেবন এবং জাগ্রভসময়ে যথাযথ কালোচিত সেপা করিতে লাগিলেন । সৰ্ব্বদাই হরিনামের মালা তাতে। কখন নৃত্য করেন, কখন কাদেন, কখন বা, সমুদ্রেব তরঙ্গ দেখিয়া হাস্ত করেন। তাছার ভজনমুদ্র তিনি ব্যতীত আর কে বুঝিবে ? এখন তাহার প্রকাশু নাম নিমাঞি দাস বাবাজী। তিনি গ্রাম্যকথা বলেন না এবং শ্রবণ করেন না। অত্যন্ত বিনীত, বিমলচরিত্র, ভজনে দৃঢ়। কেহ মহাপ্রসাদ আনিলে বা কেীপীন বহিৰ্ব্বাস আনিলে আবঙ্গ কমত গ্রহণ কবেন, তদতিরিক্ত গ্রহণ করেন না। হরিনামগ্রহণকালে চক্ষে দর দর ধারা, কণ্ঠে গদগদ বচন এবং শরীরে রোমাঞ্চ লক্ষিত হয় । অতি স্বল্পদিনের মধ্যেই তাহার ভজন সিদ্ধ হইল। শ্ৰীকৃষ্ণ কৃপা করিয়া তাহার অপ্রকটলীলায় তাহাকে অধিকার দিলেন। ব্ৰহ্ম হরিদাসের দ্যায় তাহার ভজন-দেহ সমুদ্র বালুকার মধ্যে রহিল । হরিবল। গুরু-কৃষ্ণ-বৈষ্ণবেব রুপাবল ধরি’ । खरकडिरिरमान लौन शठ् शङ्ग कब्रि' ॥ বিরচিল জৈবধৰ্ম্ম গৌড়ীয়তোষায় । সম্পূর্ণ হইল গ্রন্থ মাৰী-পূর্ণিমায়।