পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o জৈবধৰ্ম্ম [ তৃতীয় না । যে বিধি যখন বিভজনের অমুকুল, তখনই তাহাকে আদর করেন ; যখন প্রতিকূল, তখনই তাহকে অনাদর করেন। নিষেধসম্বন্ধেও বৈষ্ণবের ব্যবহার তদ্রুপ। বৈষ্ণবই জগতের সার পদার্থ। বৈষ্ণবই জগতের বন্ধু । বৈষ্ণবই জগতের মঙ্গল । আজ এই বৈষ্ণবসভায় আমি বিনীতভাবে আমার বক্তব্যসকল বলিলাম। আপনার আমার সমস্ত দোষ মার্জন ককন । এই বলিয়া বৈষ্ণবদাস যখন সাষ্ট্রাঙ্গে বৈষ্ণবসভ্যকে প্রণাম করিয়! একপাশ্বে বসিলেন, তখন বৈষ্ণবদিগের নয়নবারি প্রবলরূপে বষ্টিতে লাগিল । সকলেই একবাক্যে ধন্য ধন্য বলিয়া উঠিলেন । গোক্রমের কুঞ্জ-সকল ও চতুৰ্দ্দিক হইতে ধন্ত ধন্ত বলিয়া উত্তর দিল । জিজ্ঞান গায়ক ব্রাহ্মণটী বিচারের অনেক স্থলে নিগুঢ় সত্য দেখিতে পাইলেন। আবার কোন কোন স্থলে কিছু কিছু সন্দেহের বিষয়ও উপস্থিত হইল। যাঙ্গ হউক, তাহাব মনে বৈষ্ণবধৰ্ম্মের শ্রদ্ধাবীজ একটু গাঢ় হইয়া উঠিল । তিনি করযোড়পূৰ্ব্বক বলিলেন,—মঙ্গেদয়গণ, আমি বৈঞ্চব নষ্ট, কিন্তু হরিনাম শুনিতে শুনিতে বৈষ্ণল গুইয়াছি। আপনার কৃপা করিয়া যদি আমাকে কিছু কিছু শিক্ষা দেন, তাহা হইলে আমার অনেকগুলি সন্তে দূর হয় । শ্ৰীপ্রেমদাস পরমহংস বাবাজী মহাশয় কৃপা করিয়া বলিলেন,— আপনি সময়ে সময়ে প্রমান বৈষ্ণবদায়ের সঙ্গ করিবেন। ইনি সৰ্ব্বশাস্ত্রে পণ্ডিত । বেদান্তশাস্ত্র গাঢ়রূপে পাঠ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়া বারাণসীতে ছিলেন ; আমাদের প্রাণপতি শ্ৰীকৃষ্ণচৈতন্য অসীম কৃপা প্রকাশ কবিয়ঃ ইহাকে এই শ্রীনবদ্বীপে আকর্ষণ করিয়াছেন। এখন ইনি বৈষ্ণবতৰে সম্পূর্ণ বিজ্ঞ। শ্ৰীহরিনামে ইহার গাঢ় প্রতি জন্মিয়াছে। জিজ্ঞামু মহাশয়ের নাম ঐকালিদাস লাহিড়ী। তিনি ধারাজী