পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নৈমিত্তিকধৰ্ম্ম অসম্পূর্ণ, হেয় ও অস্থায়ী 8X. মহাশয়ের ঐ বাক্য শ্রবণ করিয। বৈষ্ণবদাসকে মনে মনে গুরু বলিয়া বরণ করিলেন। র্তাহার মনে এই হইল যে, এ ব্যক্তির ব্রাহ্মণকুলে জন্ম এবং ইনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করিয়াছেন, সুতরাং ব্রাহ্মণকে উপদেশ করিবার যোগ্য, আবার বৈঞ্চব-তত্ত্বে ইহার বিশেষ প্রবেশ দেখিতেছি, তাহাতে বৈষ্ণবধন্মের অনেক কথাই ই-কার নিকট জান। যাইবে । এই মনে করিয়া লাহিড়ী মহাশয় বৈষ্ণবদাসের চরণে দণ্ডবং প্রণাম করিয়া বলিলেন,—মহোদয়, আপনি আমাকে কৃপা করিবেন। বৈষ্ণবদাস র্তাহাকে দণ্ডবৎপ্রণাম করিয়৷ উত্তর দিলেন,—আপনিও আমাকে কৃপা করিলেই আমি চরিতার্থ হই । সে দিবস প্রায় সন্ধ্যাকাল উপস্থিত হইল। তথন সকলে নিজ স্তানে গমন করলেন । লাহিড়ী মহাশয়ের স্থানটী পল্লীর মধ্যে একটী গোপনীয় স্থান । সেটাও একটী কুঞ্জ। মধ্যস্থলে মাধবীমণ্ডপ ও বৃন্দাদেবীর মঞ্চ। দুইদিকে দুইখানি ঘর। উঠানটী চিতের বেড়ায় বেষ্টিত । বেলগাছ, নিমগাছ ও আর কয়েকট ফল ও ফুলের গাছ তথায় শোভা পায় । সেই কুঞ্জের অধিকারী মাধবদাস বাবাজী। বাবাজীট প্রথমে ভালই ছিলেন, কিন্তু সঙ্গদোষে তাহার বৈষ্ণবতার বিশেষ হানি হষ্টয়াছে। যোষিৎসঙ্গদোষে দুষ্ট হইয়া ভুজনাদি খৰ্ব্ব হইয়া পড়িয়াছে। অর্থাভাববশতঃ নিজের ব্যয় ভালরূপ চলে না । তিনি অনেক স্থান হইতে ভিক্ষা কবেন এবং একখানি গৃহ ভাড়া দেন। সেই গৃহখানিতে লাহিড়ী মঙ্গাশয় বাসা করিয়াছেন। অৰ্দ্ধরাত্রে লাহিড়ী মহাশয়ের নিদ্রা ভাঙ্গিয়াছে। তিনি বৈষ্ণুবদাস বাবাজীর বক্তৃতাঁর সারার্থ মনে মনে বিচার করিতেছিলেন। প্রাঙ্গণে এই সময়ে একটা শব্দ হইল। বাহির হইয়া দেখেন, মাধব