পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্মের নামান্তর বৈষ্ণবধৰ্ম্ম S& নদীয়ায় সৰ্ব্বদাই সৰ্পভয়, বিশেষতঃ গো দ্রুম।দি বনময় স্থানে ভদ্রলোকের বাপ করা কঠিন । শ্ৰীবৈষ্ণবদাস বাবাজী মহাশয় বলিলেন,—লাহিড়া মহাশয়, এই সকল বিষয়ে চিত্ত চঞ্চল করা নিতান্ত মন্দ । আপনি শ্ৰীমদ্ভাগবতগ্রন্থে পরীক্ষিৎ মহারাজের কথা অবশ্য শ্রবণ করিয়াছেন । তিনি সৰ্পভয় পরিত্যাগপূৰ্ব্বক শ্ৰীহরিকথামৃত আচঞ্চলচিত্তে শ্রীমৎ শুকদেবের মুখে শ্রবণ করত; পরমানন্দ লাভ করিয়াছিলেন । মানবের চিন্দেহে এই সকল সৰ্প আঘাত করিতে পারে না। কেবল ভগবৎকথা বিরহকপ সৰ্পই দে দেহেব ব্যাঘাত-জনক সপ। জড়দেহ নিত্য নয়, অবশ্য একদিন পরিত্যক্ত হইবে । জড়দেহের জন্য কেবল শারীর কৰ্ম্ম সকল বিহিত । কৃষ্ণের ইচ্ছায় যখন এই দেহের পতন হইবে, তখন কোন চেষ্টা দ্বারা হহাকে রক্ষা করা যাইতে পারিবে না। যতদিন শরীরের ভঙ্গ কাল উপস্থিত হয় নাই, ততদিন সপের পার্শ্বে শয়ন করিলেও সর্প কিছু বলিবে না। অতএব সৰ্পভয়াদি ত্যাগ করিলে লৈঞ্চল বলিয়া পরিচয় হইতে পারে । এই সকল ভঘে চিত্ত যদি সৰ্ব্বদা চঞ্চল রহিল, তবে কিরূপে হরিপাদপদ্মে নিযুক্ত হুইবে ? সপভষ ও তজনিত সপবধের চেষ্ট। অবশ্যই পরিত্যাগ করা কৰ্ত্তব্য । লাহিড়ী মহাশয় একটু সশ্রদ্ধ হইয়। কহিলেনী—মহাশয়, আপনার সাধুবাক্যে আমার হৃদয় নির্ভয় হইল। আমি জানিলাম যে, হৃদয় উচ্চ করিতে পারিলেই পরমার্থ-লাণ্ডের যোগ্য হওয়া যায়। গিরিক দরে যে সকল মহাত্মা ভগবদ্ভজন করেন, তাহারা কখনই বন্যজন্তুর ভয় করেন না, বরং অসাধুসঙ্গকে ভয় করিয়া বন্যজন্তুদিগের সহিত বনে বাস করেন । বাবাজী মহাশয় কছিলেন,—ভক্তিদেবী হৃদয়ে আবিভূত হইলে হদয় সহজে উন্নত হয়—জগতের সমস্ত জীবের প্রিয় হওয়া যায়। সাধু