পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] বৈধভক্তি—নিত্যধৰ্ম্ম, নৈমিত্তিক নয় や〉 দোতলা বারানায় চন্দ্রনাথ ও দেবীদাস আহার করিতে বসিয়াছেন। একটা বিধবা ব্রাহ্মণের কন্যা পরিবেশন করিতেছন। গৃহিণী ঠাকুরাণী বসিয়া তাহাদিগকে ভোজন করাইতেছেন। চন্দ্রনাথ কহিলেন—ম, বাবার কথা কিছু শুনিয়াছ ? মাতাঠাকুরাণী কহিলেন,—কেন, কৰ্ত্তা ভাল আছেন ত ? তিনি হরিনামে মত্ত হইয়া শ্ৰীনবদ্বীপে আছেন । তোমরা কেন তাহাকে এখানে আন না ? দেবীদাস কহিলেন—ম, কৰ্ত্তা ভাল আছেন ; কিন্তু যেরূপ শুনিতেছি, তাহাতে র্তাহার ভরসা আর নাই। বরং তাহাকে এখানে আনিলে আমাদেরই সমাজে পতিত হইতে হইবে । মাতাঠাকুরাণী জিজ্ঞাসা করিলেন,—কৰ্ত্তার কি হইয়াছে ? আমি সেদিন বড় গোস্বামিদের বধুর সহিত গঙ্গাতীরে অনেক কথাবার্তা কহিয়াছিলাম। তিনি কহিলেন,—আপনার কৰ্ত্তার বিশেষ সুমঙ্গল হইয়াছে—তিনি বৈষ্ণবদের মধ্যে বিশেষ সন্মান লাভ করিয়াছেন। দেবীদাস কহিলেন,—সম্মান লাভ করিয়াছেন না আমাদের মাথা করিয়াছেন ; এই বৃদ্ধ বয়সে ঘরে থাকিয়া আমাদের সেবা গ্রহণ করিবেন, না, এখন তিনি কৌপীনধারিদের উচ্ছিষ্ট খাইয়া আমাদের উচ্চবংশে কলঙ্ক আরোপ করিতে প্রবৃত্ত হইয়াছেন। হায় বে কলি! এত দেখিয়া শুনিয়া বাবার কি বুদ্ধি হইল ? মাতাঠাকুরাণী কহিলেন,—তবে তাহাকে এখানে আনিয়া একটা গুপ্ত স্থানে রাখ এবং বুঝাইয়া মুঝাইয়া মত ফিরাইয়া দেও। চন্দ্রনাথ বলিলেন,—ইহা বই আর কি করা যাইতে পারে ? দেবী দুই চারিট লোক সঙ্গে গোক্রমে গোপনে গোপনে গিয়া কৰ্ত্ত মহাশয়কে এখানে মামুন। -