পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ზ)8 জৈবধৰ্ম্ম [ পঞ্চম নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণবে উল্লাস । দয়া করি’ দেহ মোরে ওহে কৃষ্ণদাস ॥ তোমার চরণছায়া একমাত্র আশা। জীবনে মরণে মাত্র আমার ভরসা ॥ এই পদটা সমাপ্ত হইলে লাহিড়ী মহাশয়ের রচিত একটি প্রার্থনা পদ তিনি গান করিলেন ;— মিছে মায়াবশে, সংসারসাগরে, পড়িয়াছিলাম আমি । করুণা করিয়া, দিয়া পদছায়া, আমারে তারিলে তুমি । শুন শুন বৈষ্ণব ঠাকুর । তোমার চরণে, স’পিয়াছি মাথা, মোর দুঃখ কর দূর ॥ জাতির গৌরব, কেবল রৌরব, বিদ্যা সে অবিদ্যাকলা । শোধিয়া আমায়, নিতাই-চরণে, সপহে,—যাউক জালা। তোমার কৃপায়, আমার জিহবায়, স্ফুরুক যুগলনাম। কহে কালিদাস, আমার হৃদয়ে, জাগুক শ্রীরাধাখ্যাম ॥ —এই পদটী সকলে মিলিয়া গান করিতে করিতে উন্মত্ত হইয়া উঠিলেন। অবশেষে “জাগুক শ্রীরাধাপ্তাম”—এই অংশটা পুন:পুন: উচ্চারণ করিতে করিতে উদও নৃত্য হইতে লাগিল। নাচিতে নাচিতে কয়েকটা ভাবুক বৈষ্ণব প্রেমে অচেতন হইয়া পড়িলেন। তখন একটী কি অপূৰ্ব্ব ব্যাপার হইল, তাহা দেখিয়া দেবীদাস মনে মনে বিচার করিলেন যে, তাহার পিতা এখন পরমার্থে মগ্ন হইয়াছেন। তাছাৰে বাট লষ্টয় যাওয়া কঠিন হইবে। প্রায় মধ্যরাত্রে ঐ সভা-ভঙ্গ হইল। সকলেই পরম্পর অভ্যর্থনাপূৰ্ব্বক নিজ নিজ স্থানে গমন করিলেন। দেবী ও শঙ্কু কৰ্ত্তার আজ্ঞা লইয়। নিজ বাসায় গমন করিতে লাগিলেন।