পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] বৈধী-ভক্তি—নিত্যধৰ্ম্ম, নৈমিত্তিক নয় \bot পর দিবস আহারান্তে দেবী ও শস্তু, লাহিড়ী মহাশয়ের কুটীরে প্রবেশ করিলেন । লাহিড়ী মহাশয়কে দণ্ডবং করিয়া দেবীদাস বিদ্যারত্ব নিবেদন করিলেন । আমাৰ প্রার্থনা এই যে, আপনি এখন শান্তিপুরের বাটতে থাকুন। এখানে বহুবিধ কষ্ট হইতেছে। বাটতে আমরা সকলে আপনার সেবা করিয়া সুখী হইব । আজ্ঞা করেন ত’ একটা নির্জন খণ্ড আপনার জন্ত প্রস্তুত করা যায় । লাহিড়ী মহাশয় কহিলেন,—তাহ মন্দ নয়, কিন্তু এস্থানে যেরূপ সাধুসঙ্গে আছি, শাস্তিপুরে সেরূপ হইবে না। দেবি, তুমি জান, শান্তিপুরের লোকেরা যেরূপ নিরীশ্বর ও নিন্দাপ্রিয়, সে স্থানে মন্থষ্যের বাসে মুখ নাই। অনেকগুলি ব্রাহ্মণ আছেন বটে, কিন্তু তন্তুবায়ের সংসর্গে তাহাদের বুদ্ধি অসরল হষ্টয়া পড়িয়াছে। পাতলা কাপড়, লম্বা লম্বা কথা ও বৈষ্ণবনিনা –এই তিনটা শান্তিপুরবাসীদিগের লক্ষণ। প্ৰভু অদ্বৈত্বের বংশধরেরা তথায় কত কষ্টে আছেন। সঙ্গদোষে র্তাহারাও প্রায় মহাপ্রভুর বিরোধী। অতএব আমাকে তোমরা এই গোক্রমধামেই যত্ন করিয়া রাখ, আমার এই ইচ্ছ। দেবীদাস কহিলেন,—পিতঃ ! আপনি যাহা বলিতেছেন সত্য। আপনি শান্তিপুরের লোকের সহিত কেন ব্যবহার করিবেন। নির্জন খণ্ডে আপনার স্বধৰ্ম্ম আচরণপূৰ্ব্বক সন্ধ্যাবনর্নাদি করিয়া দিনযাপন * করিবেন। ব্রাহ্মণের নিত্যকৰ্ম্মই ব্রাহ্মণের নিত্যধৰ্ম্ম। তাহাতেই মগ্ন থাকা আপনার দ্যায় মহাত্মা লোকের কৰ্ত্তব | লাহিড়ী মহাশয় কহিলেন,—বাবা ! সেদিন আর নাই । কওক মাস সাধুসঙ্গ করিয়া ও শ্ৰীগুরুদেবের নিকট উপদেশ পাইয়া আমার মত অনেকটা পরিবৰ্ত্তিত হইয়াছে । তোমরা যাহাকে নিত্যধৰ্ম্ম বল, আমি o