পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s জৈবধৰ্ম্ম [ পঞ্চম শঙ্করের মতে যে চারিট মহাবাক্য, তাহা অবলম্বনপূৰ্ব্বক অনেকদিন নিদিধ্যাসন করিয়াছিলাম। পরে সে পন্থা অৰ্ব্বাচীন বলিয়া পরিত্যাগ করিয়াছি । দে। কিসে আর্বাচীন বলিয়া জানিলেন ? ঐবৈ । বাবা, কৃতকৰ্ম্ম লোক নিজের পরীক্ষা সহজে অপরকে বলিতে পারে না । অপরে তাহাই বা কিরূপে বুঝিবে ? দেবীদাস দেখিলেন যে, শ্ৰীবৈষ্ণবদাস মহাপণ্ডিত, সরল ও মহাবিজ্ঞ । দেবীদাস বেদান্ত পড়েন নাই । মনে করিলেন, যদি ইনি কৃপা করেন তবে আমার বেদান্ত অধ্যয়ন হয়। এই মনে করিয়া বলিলেন, আমি কি বেদাস্ত পড়িবার যোগ্য ? ঐবৈ । তোমার যেরূপ সংস্কৃত ভাষায় অভিজ্ঞতা জন্মিয়াছে, তাহাতে তুমি অনায়াসে শিক্ষক পাইলে বেদান্ত পড়িতে পার। দে। আপনি কৃপা করিয়া যদি আমাকে পড়ান তবে অামি পড়ি । ঐবৈ । আমার কথা এই যে—অামি অকিঞ্চন বৈষ্ণবদাস । পরমহংস বাবাজী মহাশয় আমাকে কৃপা করিয়া সৰ্ব্বদা হরিনাম করিতে বলিয়াছেন, আমি তাহাই করিয়া থাকি । সময় অল্প। বিশেষতঃ জগদগুরু ঐশ্বরূপ গোস্বামী বৈষ্ণবদিগকে শারীরক ভাষা পড়িতে বা শুনিতে নিষেধ করিয়াছেন, গুনিয়া আমি আর শাস্কর ভাষা পড়ি না বা পড়াই না ; তবে জীবলোকের আদি গুরু শ্ৰীশচীনন্দন ঐসাৰ্ব্বভৌমকে যে বেদান্তস্বত্র-ভাষ্য বলিয়াছেন, তাহা এখনও অনেক বৈষ্ণবের নিকট কড়চা আকারে লেখা আছে। তাহা তুমি নকল করিয়া লইয়া পড় ত আমি তোমার সাহায্য করিতে পারি। তুমি কাঞ্চনপল্লীবাসী শ্ৰীমৎ কবিকর্ণপুরের গৃহ হইতে উক্ত কড়চা আনাইয়া লও। দে। আমি যত্ন করিব। আপনি বেদান্তে মঙ্গ পণ্ডিত । আপনি