পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レr" ভক্তিবিনোদ চরিত্ত অসাধু বলিবে আমি বড় সাধু হই । সৰ্ব্বদাই হিতকথা আমি জান কই ॥ অসাধু ভানিবে ভান সাধুর আচার । বাহিরে ভণ্ডামি তার যেন ক্ষুরের ধার ॥ আখড় মঠে বসিবেক সাধু বেশ ধরি। মনে মনে বলিবেত মাত্র চুরি করি ॥ জোড় তাড় বাধি দিবে পরঘরে হানা । ফাদ পাতি বসি রবে নাহি পাবে মান ॥ ভাল ভাল কথা কবে সে সকল ফাকি । ভুলাতে সে মজবুত তাই দূরে থাকি ৷ সেই ছাড়া গুরু নাই সদাই বলিবে । বহুশিষ্য বহু অর্থ সংগ্ৰহ করিবে ॥ ধনশিষ্যাদিভিদ্ধৈিরর্য ভক্তিরুপপাদ্যতে । বিদূরত্বাছত্তমতা-হান্ত তস্তাশ্চ নাঙ্গত। সিদ্ধান্ত বাক্যের শ্লোক দুই চারি দিয়া । বাকী শিক্ষা শ্লোক রাখে অণধার করিয়া ॥ অনাসক্তস্ত বিষয়ান যথার্হমুপযুঞ্জতঃ । নিৰ্ব্বন্ধঃ কৃষ্ণ-সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে ॥ ইহার সহিত যুক্ত-বৈরাগ্যের অর্থ। বিশুদ্ধ সিদ্ধান্ত বাক্যে নাহি কর ব্যর্থ ॥ ষাবত স্তাৎ স্বনিৰ্ব্বাহ স্বীকুৰ্য্যাত্তাবদৰ্থবিৎ । আধিক্যে নূ্যন তায়ঞ্চ চাবতে পরমার্থতঃ ॥