পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ৯ a তোমার হৃদয়ধন শ্ৰীগৌরসুন্দর। নিত্যানন্দ মহাজন স্বয়ং হলধর ॥ শান্তিপুরনাথ সেই শ্ৰীঅদ্বৈতাচাৰ্য্য। শান্তি স্থাপি জগতেতে করে মহাকাৰ্য্য । লোক দুঃখ দেখি সদা ভাবে মনে মনে । কেমনে পারিবে তিহ আনিতে সে ধনে ॥ কাহার সে সাধ্য তাকে নাড়িবারে পারে । শান্তিপুরনাথ তবু মন দৃঢ় করে ॥ অবশু নাড়িব তারে বলে সে তখন । গঙ্গাতীরে নবদ্বীপে ডাকে ঘনে ঘন ॥ বিশ্বভরি সে হুঙ্কার প্রতিধ্বনি হ’য়ে । পৌছিল গোলোকে সচ্চিদানন্দময়ে। জানিল তখনি হরি নাড়ার সে টান । যাহাতে লইল তারে অদ্বৈতের স্থান ॥ স্থির নাহি থাকে হরি সপার্ষদে চলে। কলিজীব উদ্ধারিতে অদ্বৈতের বলে। বঙ্গদেশে নবদ্বীপে স্বরধনী তটে। মায়াপুরে যথা সব আপনি সংঘটে । শচী গৃহে জগন্নাথ পুত্র রূপ ধ’রে । জনম লভিল হরি দুঃখ গেল দূরে। হরির পার্ষদ সব ক্রমে ক্রমে আসি । ঘিরিল র্তাহাকে হ’য়ে নবদ্বীপ বাসী ॥