পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত, ఫితి দয়াল নিতাই জীবে লীলাস্থলে লঞ।। দেখাইল সৰ্ব্বস্থান আগে আগে গিয়া ॥ শ্ৰীজীব দেখিল সেই লীলাস্থল ভূমি। ঠাকুরের গ্রন্থমধ্যে যাহা পড় তুমি ৷ এই গুহা কথা আমি বলিমু তোমারে । ভকতিবিনোদ প্রভুর শ্রীচরণ ধরে ॥ শ্রীনিবাসাচাৰ্য্য তবে কিছুকাল পরে । নরোত্তম রামচন্দ্র সঙ্গে করি ঘোরে ॥ ক্রমে ক্রমে উত্তরিল নবদ্বীপ যথা । গৌরাঙ্গ লীলার ভূমি দেখিবারে তথা । মায়াপুরে শচীগৃহে যখন পৌছিল। ইশান ঠাকুরে তারা দেখিতে পাইল ॥ এই কথা নরহরি লিখিয়া রেখেছে । ভক্তিরত্নাকর গ্রন্থে বিশদ বণিছে। ঘনশ্যাম দাস নামে কহয় তাহারে । হরিলীলা স্থল ফুৰ্ত্তি দেন প্রভু র্যারে। সে গ্রন্থ পড়িয়া ভাই জান সব কথা । পুনরুক্তি নাহি করি নমি তাহে মাথ।। তাহার প্রকট কাল নহে বহুদিন । তুইশত বর্ষোপরি গণয় প্রবীন ॥ নবদ্বীপ রূপান্তর হয়েছে তখন। কুলিয়া উত্তর অংশে নগর পত্তন ॥