পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত গৌরকে ভজিতে তার বুদ্ধি ন হইল। গৌরাঙ্গের পুজা নাহি প্রকাশ করিল। এত বড় কথা যদি বলিল সে জন । ভক্তগণ তাহ শুনি মৃতপ্রায় হন ৷ শেল বিদ্ধ হয় তবে তাদের অস্তরে । দুঃখে দিন যাপে তারা মদনের তরে ॥ মদনের সিদ্ধাস্ত আশ্চৰ্য্য রূপ হয় । প্রকাশিয়া কি লিখিব মুখে না যুয়ায় ॥ বলিল প্রকাশতত্ত্ব গেীর ভগবান । বিরুদ্ধ সিদ্ধাস্ত তাহ জানে শ্রদ্ধাবান ॥ স্বয়ং ভগবান হন গোঁর প্রাণধন। প্রকাশ বলে যে তারে অজ্ঞ সেই জন ॥ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গেীর নবদ্বীপে হয় । গৌরনাম গৌরধাম সৰ্ব্ব পূজ্যময় ॥ যে জনে চিনিতে নারে সেই গৌরধনে। চিন্ময় সে মায়াপুর দেখিবে কেমনে ॥ প্রাকৃত বুদ্ধিতে সদা বিচরণ করে। রামচন্দ্রপুর স্থানে ঘাটে মাঠে মরে । ভক্তির বিরোধী হয় সেই জন অতি । সেই পাপে অধঃপাত হয় তার গতি ॥ আপনিত মরে আর মারে অন্ত জনে । তার পদ ধ’রে যারা শিষ্য হয় মনে ॥