পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত S. e ર MASAM MAAAA v ভকতিবিনোদ প্ৰভু ভূমি সে চিন্ময়। উদ্ধারিয়া প্রকাশিল হইয়া সদয় ॥ }মদন শত্ৰুতাকরি রাঢ়ীসনে মিশে । অন্ধকারে ষড়যন্ত্র করে মরে কেশে ॥ }তার মনোভাব তবে সিদ্ধ না হইল। রাঢ়ীত সরিল আর মদন পালালো ॥ ভকত বৎসল প্রভু ভকতের গণে । চিন্ময় সে মায়াপুর দেখায় আপনে ॥ মায়াপুর মহিমা সে অন্তে নাহি জানে। সিদ্ধভক্ত মহাজন ভক্তি করি মানে ॥ জানিত চৈতন্য দাস সিদ্ধ মহাজন । সিদ্ধ ভগবান দাস সহ শিষ্যগণ ॥ বলিল যথায় সিদ্ধ জগন্নাথ দাস । প্রকাশ করিতে মূৰ্ত্তি যুগল বিলাস ॥ সিদ্ধ মহাজন দেখে শচীর প্রাঙ্গন । মায়াপুর চিন্ময় সে নিৰ্ম্মিত ভবন। ভকতিবিনোদ প্রভু সিদ্ধ মহাজন। সেই মায়াপুরে নমে হয়ে একমন। শচীর ভবন প্ৰভু দেখিতেত পায়। শচীর নন্দন যুথ খেলিয়া বেড়ায় ॥ জগন্নাথ দাস আজ্ঞা যবে বাহিরিল। ভকতিবিনোদ প্রাণ তখনই কাদিল ॥