পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X a s ভক্তিবিনোদ চরিত গৌরবামে বিষ্ণুপ্রিয় মূরতি যুগল । কেমনে বসিবে তথা ভাবি অনর্গল ॥ নিদ্রা নাহি দিবা নিশি গোর লীলাভাবে। সৰ্ব্ব নবদ্বীপে বুলে গৌরের প্রভাবে ॥ সৰ্ব্ব লীলাস্থল প্ৰভু দেখিল সুন্দর । আনন্দে মগন হ'য়ে রহে নিরস্তুর ॥ সেই লীলা অপরের আস্বাদন তরে। বর্ণিল সে লীলাভূমি গ্রস্থের ভিতরে । নবদ্বীপ ভাব তবে তরঙ্গ হইল । যাহা পড়ি ভক্তগণ মহাসুখ পাইল ॥ নদীয় মাহাত্ম্য গ্রন্থে গোরলীলা কথা । প্রকাশিল বিস্তারিয়া অপূৰ্ব্ব সে গাথা ॥ এইরূপে কয়ধর্ষ কাটিল যখন । ক্রমে দিন ঘন হ'ল নিকটে তখন ॥ মহাযোগ আসি তবে দেশে দেখা দিল । ফাল্গুনী পূর্ণিমা তিথি তাতে যুক্ত হল। সকলঙ্ক চন্দ্র তবে রাহুগ্ৰাস করে । ঠিক সন্ধ্যাকালে যোগ তখনিত ধরে ॥ অকলঙ্ক চন্দ্র তবে বিষ্ণুপ্রিয়া সহ । যুগল মূরতি ধরি হইল উদয় ॥ লক্ষ লক্ষ লোক সেই মায়াপুর ঘাটে । স্নান করি হরি বলে রহি গঙ্গাতটে ৷