পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ولا ون جو নবদ্বীপ তীর্থ নহে লোকেতে বলিত । নবদ্বীপে লোক নাহি বসতি করিত । জড়বাদী নৈয়ায়িক পণ্ডিত কজন । সরস্বতী অভিমানে বেড়াত তখন ॥ বিদ্যার সে স্থান বলি ছিল পরিচিত । ভক্তিকথা সেই স্থানে কদাচ জানিত ॥ তিরিশ বরষ আগে নবদ্বীপ কথা । যেই পড়ে শুনে পায় মনে বড় ব্যথা ॥ সেই কালে নবদ্বীপ টিম টিম করে। গোটাকত ঘর দ্বার তাহাতেত ধরে ॥ লোক মাত্র চারি পাচ হাজার বসতি । চারি দিকে নীচু ভূমি নাহি হয় গতি ॥ গৌরাঙ্গের জন্মস্থান যদি কেহ পুছে। s অজ্ঞলোক বলে তবে জল মধ্যে আছে। জন্মভিটা জন্মস্থান যোগপীঠ হয়। মায়াপুরে জন্মভিটা উচ্চস্থানে রয় ॥ * জলের কি সাধ্য তারে গ্রাসিতে পারিবে । ভাগিরথী সদা তারে প্রণাম করিবে। অজ্ঞলোক কথা কভু না শুনিও কানে ॥ জন্মস্থান ডুবিয়াছে না ভাবিবে মনে ॥ এমত অবস্থা যবে নবদ্বীপে ছিল । তোমার দ্বারায় তাহ উজ্জল হইল। X