পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত } Y & নবদ্বীপে বৈসে সবে স্থাপি যত টোল । যেথা ছাত্র শিক্ষা করে করি মহাগোল ॥ চিরদিন নবদ্বীপে এ ব্যাপার হয় । জ্ঞানীজন বিদ্যাবুদ্ধে দেখিতেত পায় । ভকতিবিনোদ প্রভু যবে ন’দে এল। বিদ্যার মন্দির তবে তথায় দেখিল ॥ আনন্দ অস্তরে সব পণ্ডিতের সনে । বাক্যালাপ করি পায় মহাসুখ মনে ॥ পণ্ডিত সকলে তবে চিনিল তাহারে । বিদ্বানে বিদ্বান তবে কোলাকুলি করে ॥ চৈতন্তের প্রভা যবে দয়াল ঠাকুর । সকল সমক্ষে বলে বিস্তারি প্রচুর ॥ পণ্ডিতের গণতবে বুঝিতে পারিল। হৃষ্টমনে সবে তার সনে যোগ দিল ॥ গৌরাঙ্গ চিনিল তবে পণ্ডিতের গণ । ভগবান বলি তারে করি শ্রদ্ধামন ॥ চৈতন্তের জন্মভূমি যবে প্রকাশিল । একাগ্র হইয়া সবে তাতে যোগ দিল ॥ বৎসর বৎসর তারা মায়াপুরে যায়। চিন্ময় সে ভূমি দেখি মহানন্দ পায় ॥ ! জানিল সকলে তবে কুলিয়া নগরে। নবদ্বীপ বলি তাহে মুখে বাস করে ॥