পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত 38३ SAAAAAAS AAAAA AAAAMAAA AAAA AA SSS SSMMMSS SS বাহিরের শত্রু এরা অতি ভয়ঙ্কর । ভিতরের শক্র হয় আরো গুরুতর ॥ কালক্রমে তাহারাই অধিকার পাবে। জন্মস্থানে অপরাধ সদাই করিবে । আপন শিকড় তাহে সজোরে প্রোথিয়া । গেীর শিক্ষা বিরুদ্ধতা প্রচার করিয়া ॥ নিজমত চালাইবে গৌর শিক্ষা বলি। সেই পাপে ক্ষয় হ’বে বক্র পথে চলি ॥ এসকল জন সদা চক্ষে দিবে ধুলা । কনক কামিনী লয়ে করিবেক খেলা ॥ মায়াবাদী ভিন্ন তারা আর কিছু নয় । মায়ার কবলে পড়ি ইতি উতি ধায় ॥ এ সকল জনে কভু না দেখিবে মুখ । এদের করিলে সঙ্গ নাহি পাবে সুখ । ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞান নাই এই সব জনে । কেমনে চিনিবে তারা ভক্তি মহাধনে। দয়াল ঠাকুর কৃপাযোগ্য তার নয় । ঠাকুরের পদরজ তাহাতে না পায়। ভকতিবিনোদ প্রভু বড় দয়াময়। তথাপি তাহার দয়া সৰ্ব্ব জীবে হয়। সেই দয়া লভি তারা সংসারে রয়েছে । অজ্ঞজন বলি নাহি বুঝিতে পেরেছে।