পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত > y* • ു.കാ.... ... ക്ഷ ভকতিবিনোদ প্রভু জীবে কৃপা করি। ভক্তিরত্ন মহাধন আনি দাও ধরি ॥ দয়াল ঠাকুর তুমি তব দয়া চাই । তুমি দয়া কর তবে ভক্তি রত্ন পাই ॥ তোমা হৃদে গেীর সদা বিরাজ করিছে । অগতির গতি তুমি সকলে জেনেছে। হরিনাম মহাধন গেীর আনি দিল। যাহা পেয়ে জীবগণ আনন্দে মাতিল ॥ হরিনাম বিনা ভাই কিছুই না আছে। কৰ্ম্ম জ্ঞান তুচ্ছ অতি হরি নাম কাছে। হরিনাম কৰ্ম্ম আর হরি নাম জ্ঞান । যদি পার করিবারে হ’য়ে সাবধান ॥ তবেত তাহাকে কৰ্ম্ম জ্ঞান না বলিবে । ভক্তি বলি সদা তারে অাদরে বরিবে ॥ জীব মায়াবদ্ধ হয়ে সদা ভুলি রয়। উন্মত্ত হইয়া তারা দিন করে ক্ষয় ॥ তখন ভাবে না তার কোথা হ’তে আসে । আসিয়া জগতে তার কেনই বা ভাসে । কোথায় বা যাবে তারা দিন শেষ হ’লে । তাদের কপালে কিবা পরিণাম ম’লে। মায়াবদ্ধ জীব কভু নাহি ভাবে ইহ। সংসার মোহেতে থাকে পাই যাত। তাহা ॥