পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S X on ভক্তিবিনোদ চরিত সেই সব জীবে যবে পূৰ্ব্ব স্মৃতি হয়। তখনই তাহার মনে ভয় উপজয় ॥ ক্রমেতে আপন দোষ বুঝিবারে পারে। ক্ষুদ্র জীব ভগবান হইবারে নারে ॥ তখন শরণ লয় মহাজন পদে । আপন দুঃখেতে তবে আপনিত কঁাদে ॥ মহাজন কৃপা করি যবে উদ্ধারয় । সেই কৃপা পেয়ে তবে ফুস্কৃতি মোচয় ॥ শ্রদ্ধা হয় ভগবান ভজিবার তরে । তবেত থাকিতে চাহে বিশুদ্ধ অন্তরে ॥ সেই সব বদ্ধ জীবে কৃপা করিবারে । মধ্যে মধ্যে মহাজন আসেন সংসারে ॥ দেশ যবে ছারখার এইরূপে হ’ল । বুদ্ধিশূন্ত লোক সব চৌদিকে ছুটিল । শুদ্ধভক্তি দূর করি নিজমত স্থাপে। দুষ্টবুদ্ধি প্রকাশিয়া দিন রাত যাপে ৷ চৈতন্য বিশুদ্ধ শিক্ষা উড়াইয়া দেয় । নিজমত সেই শিক্ষা বলিয়া চালায় ॥ এমত অবস্থা যবে জগতেতে হ’ল । ভকতিবিনোদে তবে গৌরাঙ্গ পাঠাল ॥ সতেরশ ষাট শকে আঠারই ভাদ্র । জন্মিলেন প্ৰভু প্রেমে ধরা করি আর্দ্র ॥