পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ১২ • AMAeeAAA S AAAAA AAAA AAAA AAAAeeAAAA SASA জগৎমোহিনী নামে র্তার মাতৃদেবী । যার সমতুল্য কেহ নহে ভক্তসেবী ॥ রূপেগুণে তার সম কেহ নাহি ছিল । লক্ষ্মীর ক্রোড়েতে আসি জনম লভিল ॥ কুবের সদৃশ ধন ঈশ্বরের ছিল । গুণে মানে যশে তার জগৎ ভরিল। তাহার প্রথম কন্ত্য জগতমোহিনী । ঈশ্বরের সুখ তাহে আনন্দকারিণী ॥ তাহার বিবাহ দিল শ্ৰীআনন্দ সনে । যোগ্যপাত্র যোগ্য বংশ দেখিয়া আপনে ॥ ঠাকুরের পিতামহী রাজকন্য। ধন । র্তার পিতা রায়রায় জগন্নাথ হন। মুর্শদাবাদ নবাবী আমলেতে তিনি। রাজস্বের রাজা পদে ছিলেন আপনি ॥ এ সকল বংশ আসি মিলিত হইয়া । বঙ্গভূমে স্থান লভে ঠাকুরে লইয়া ॥ দিন দিন প্রভু মোর যেমত বাড়িল । জীবের উদ্ধার চিন্তা করিতে লাগিল ৷ চৈতন্তের দাস তিনি চৈতন্তের দাস । গেীর বিনা আর কিছু নাহি করে আশ ॥ প্রকাশ করিল তবে মহিমা তাহার । শুদ্ধ ভক্তি জীবে দিয়া কৃষ্ণ নাম সার ॥