পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ॐ १३ হরিনাম ধ্বনি তথা উঠিল তখন । মহানন্দে রহিলেক গ্রামবাসী জন ॥ সুলক্ষণ চিহ্ন তবে সকলে দেখিল । বালকে রয়েছে সদা আনন্দ করিল ৷ বাল্যকালে তথা থাকি বিদ্যাভাস করি । কাটাইল প্ৰভু মোর স্মরিয়৷ শ্ৰীহরি ॥ নিরীশ্বর বহুলোক বসতি সে গ্রাম । প্রভুর কৃপায় তারা পেল হরি নাম ॥ দ্বাদশ বরষ যবে প্ৰভু মোর হ’ল । কলিকাতা রাজধানী নগরে আইল ॥ এখানেতে শুষ্ক জ্ঞানী সঙ্গী এক দল । প্রভুকে লইয়া থাকে জ্ঞানে টল মল ৷ তাদের বুঝান প্ৰভু জ্ঞানে কিছু নাই । ভক্তি বিন জগতেতে আর সব ছাই ॥ সংসার এড়াতে তারা জ্ঞান পথ ধরি। ভক্তি পথ না মানিয়া হ’ল নিজ অরি ॥ সেই সব সঙ্গ ত্যজি প্ৰভু প্রেম ভরে । আপনে রহিল সদা আনন্দ অন্তরে ॥ ব্ৰহ্ম উপাসনা দেশে নূতন হইল। সেই স্রোতে বহুলোক গাত্র ভাসাইল । সে সকল জনে প্ৰভু সাবধান করে। ভক্তি পথে আনিবারে তাহাদের ধরে ॥