পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉a○ ভক্তিবিনোদ চরিত عے ہم بسے۔۔۔م۔م۔۔-م---- ہے- یے۔ حبیہہ কেহ বা বুঝিল ভক্তি কেহ না বুঝিল । দেশের এমত দশা তবে দেখা দিল ॥ এ সকল দেখি শুনি প্ৰভু কৈল স্থির। প্রকাশ্যে ভাগবৎ ধৰ্ম্ম করিব জাহির । দিনাজপুরেতে যবে প্ৰভু মোর গেল । রাজকাৰ্য্যে রহি তথা ভক্তি প্রচারিল ॥ সেখানেতে বৈষ্ণবের বসবাস হয়। প্রভুকে পাইয়া তার আনন্দ করয় ॥ দিনাজপুরে কাস্তুজী সকলেই জানে। সেখানের লোক সব ভক্তিপথ মানে ॥ কমললোচন রায় বৈষ্ণব সজ্জন । প্রভু সাথে অহরহ হরি কথা কন। প্রসিদ্ধ বংশেতে জন্ম কমললোচন । রাজার পরেতে র্তার আছিল আসন ॥ ভাগবতস্পিচ প্ৰভু বক্তৃতা করিয়া। দেশের অবস্থা তবে দিল ফিরাইয়া ॥ "বহু গণ্যমান্ত লোক সেই কথা পড়ি । ধৰ্ম্মভাব বদলিয়ে বসিলেক নড়ি ॥ শিশির প্রমুখ আদি বহু গণ্যমান্ত । ভাগবং কথা শুনি হইলেক ধন্ত ॥ প্রভুর সহিতে তবে পত্র বিনিময়ে। ভাগবত ধৰ্ম্ম বুঝে একমন হয়ে ॥