পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为设仕 ভক্তিবিনোদ চরিত বলিছে আবার তার প্রাতারণা করি । গেীরের শিক্ষা এই শীঘ্ৰ লও ধরি ॥ কিন্তু তাহা কোন কালে গেীর শিক্ষা নয়। গেীরের বিরুদ্ধ শিক্ষা সেই সব হয়। গেীরের দোহাই দিয়া মেকি চালাইয়া । শুদ্ধ ভক্তি লোপ করে সবে ফাকি দিয়া । কপট বৈষ্ণব অরি মক্কটি বৈরাগী। গেীর নামে ছাপ ধরি হয় সদা ভোগী ॥ সেই সব অনাচার দূর করিবারে। গোঁর আজ্ঞা বলবান তোমার উপরে ॥ এত বলি সে ব্রাহ্মণ অন্তধর্ণন হয় । প্রভু মোর সেই আজ্ঞা শিরে ধরি লয় ॥ ব্রাহ্মণ বেশেতে গৌরে দর্শন করিয়া । ভকত্তিবিনোদ কাদে বিহবল হইয়া । দেশের কল্যাণতরে তবে চিস্তা করি । ভাগবত ব্যাসসূত্র অস্ত্ররূপে ধরি ॥ অবতীর্ণ হইলেন বঙ্গদেশ মাঝে । প্রভু মোর সেই কালে স্থসজ্জিত সাজে। র্তাহার লেখনী তবে অবিশ্রান্ত চলে । জীবের কল্যাণ হেতু জীবে ডাকি বলে। ওহে জীব ভূলোনাকে স্বরূপ তোমার। তুমি নিত্য কৃষ্ণদাস কৃষ্ণ সে তোমার ॥