পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે ૨છે ভক্তিবিনোদ চরিত আমি মূঢ় বুদ্ধি শূন্ত আমা কিবা বোধ। গুরু কৃপা বলে আমি করি অনুরোধ ৷ অধম পতিত আর অশিক্ষিত ভাব । বিদ্যাশূন্ত জ্ঞানশূন্ত আমার স্বভাব ॥ লোকাচার নাহি জানি সামাজিক নহি । লোকালয়ে থাকি মাত্র গুরু পদে রহি । অামিত পণ্ডিত নহি, নহি আমি ধনী । কোনও যোগ্যতা নাই, নহি আমি গুণী ॥ গুরুর কুপাতে আমি হরিনাম গাই । গুরু পদতল জানি গুরু পদে ধাই ॥ ভকতিবিনোদ প্ৰভু মোরে দয়া করে । দাস বলি স্থান দিল নিজ পদে ধ’রে ॥ যদি কিছু দোষ আমি অজ্ঞানেতে করি। তখনই আমার প্রভু শোধ শিরে ধরি। যতই কঠিন তুমি আমা প্রতি হবে। ততই জানিব তব অনুগ্রহ তবে ॥ জগতের গুরু তুমি, তুমি পূজ্যময়। তোমাকে পূজিলে কৃষ্ণ হয় দয়াময় ॥ দীন দরিদ্রের নাথ সে মথুরা নাথ । তাহা বিনা জগতেতে সকলে অনাথ ॥ সেই দীননাথে কদা দেখিব গে। আমি । সম্ভব কেবল যদি দয়া কর তুমি ৷