পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ృతిూ £ বাক্য নাহি সরে মোর আর কি লিখিব । এই স্থানে মোর কথা সমাপ্ত করিব ৷ এ সকল কথা যেবা পড়িবে শুনিবে । কৃষ্ণভক্তি গুরু কৃপা আপনে লভিবে ॥ প্রভু মোর তারে দয়। অবশ্ব করিবে । ভক্তি পথে সেই জন অবশ্য চলিবে ॥ বৈষ্ণবের নিত্য পাঠ্য এ পুস্তক হবে। বৈষ্ণবের সহচর হ’য়ে গ্রন্থ রবে ॥ অশুদ্ধ সিদ্ধান্ত যবে সম্মুখে আসিবে । অস্ত্ররূপ এই গ্রন্থ তাহারে নাশিবে ॥ মোর প্রভু শাখাগণ করি প্রাণধন। রাখিবে এ গ্রন্থখানি করিয়া যতন ॥ আর মোর ঠাকুরের সিদ্ধান্ত সকল । এর সাথে রাখি সদা হইবে সবল ॥ যদি আমি নাহি জীয়ে বহুদিন আর । অবশ্ব অপর কেহ করিবে উদ্ধার । প্রভুর জীবন কথা গ্রস্থিত করিয়া । বৈষ্ণব সমাজে দিবে আনন্দিত হঞ ॥ তাহাতে কল্যাণ হবে জগতে অপার । কত শত জন তাহে হইবে উদ্ধার ॥ জানিবে কি বস্তু কৃষ্ণ তখন তাহার। কৃষ্ণকে ভজিবে নাহি হবে আত্মহারা ॥