পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত কলিকবলিত জীব অৰ্দ্ধমৃত প্রায় । কাটাইত কাল যবে হয়ে অনুপায় ॥ সে সময়ে অবতীর্ণ নদীয়া জিলায় । হলেন ঠাকুর মোর অতি দয়াময় ॥ আমার গুরুর কথা অতি চমৎকার। শুনিয়া জুড়ায় মন বুদ্ধি অহঙ্কার ॥ সে কারণ মম ইচ্ছ। বর্ণনা করিয়া । শুনাই সকল জীবে হিতের লাগিয় ॥ দুরন্ত এ কলিকাল স্বধৰ্ম্ম কারণ। রাখিছে সকল কথা করি আবরণ ॥ কিন্তু যাহা স্বতঃ সত্য তাহারে কেমনে । চেষ্টা করি লুকাইয়া রাখিবে আপনে ॥ সত্যের বিকাশ সদা প্রফুটিত হবে। কলির সে সাধ্য নাহি অসত্য করিবে ॥ যেখানে অধৰ্ম্ম তথা কলির প্রতাপ । অধৰ্ম্ম ত্যাগেতে কলি পায় বড় তাপ ॥ জীব নিত্য কৃষ্ণদাস স্বরূপ ভুলিয়। মায়া পাশে ক্লেশ পায় ভোগেতে মজিয় ॥ সে সময়ে কলিরাজ সুযোগ খুজিয়া । আবদ্ধ তাহারে করে বাস্থ প্রসারিয়া । বদ্ধকালে বুদ্ধি করি এড়াইতে চাহে। কিন্তু কলি জোর করি চাপি রাখে তাহে ॥