পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত পুরাকালে পরীক্ষিত মহারাজ যবে । কলিকে নিগ্ৰহ করি শান্তি দিল ভবে ॥ ফাপরে পড়িয়া কলি পায় ধরি তার। মাগি নিল চারি স্থান বসতি তাহার ॥ যথায় হইবে দূতক্রীড়া ধূম্ৰ পান। অবৈধ স্ত্রীসঙ্গ আর পশুবধ স্থান ॥ সেখানে রহিবে কলি প্রচ্ছন্ন ভাবেতে । দুষ্টাপনা করি রবে তাহার আগেতে ॥ তখন দেখিল কলি আরো স্থান চাই । পুনরায় পায়ে ধরি মাগিল তাহাই। পরীক্ষিত মহারাজ স্বভাব মহান । যাচকে মাগিলে নাহি করে প্রত্যাখ্যান ॥ নিবেদন শুনি দিল আর পঞ্চ স্থান । যাহা পেয়ে কলি তবে হোল হৃষ্টমন ॥ কলিকে বলিল তবে যেখানে দেখিবে । স্বর্ণ, মদ, কাম, রজ, বৈর এই ভবে ॥ সেই স্থানে প্রবেশিবে হইয়া নির্ভয় । তোমার সে রাজ্য তাহা জানিবে নিশ্চয় ॥ তখন দেখিল কলি কাৰ্য্য সিদ্ধ হোল । সৰ্ব্বস্থানে পরাক্রম আপনে পাইল ॥ সত্য ত্রেতা দ্বাপরের শেষে কলি আসি । স্থান পেয়ে নিজমূৰ্ত্তি ধরিলেক বসি ॥