পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভুক্তিবিনোদ চরিত বেদের সকল কথা প্রকাশের ছলে । স্থাপে জীব ত্রহ্মে লয় বিবৰ্ত্তের বলে ॥ ব্যাসের সূত্ৰেতে কহে পরিণাম বাদ । ব্যাস ভ্রান্ত বলি তবে করিল বিবাদ ॥ পরিণাম বাদে ঈশ্বর হয়েন বিকারী। এত কহি বিবৰ্ত্তবাদ স্থাপনা যে করি ॥ বস্তুত পরিণাম বাদ সেইত প্রমাণ । দেহে আত্মবুদ্ধি হয় বিবর্তের স্থান ॥ যে বস্তু যা নয় তাহা সে বস্তু বলিয়া । প্রতীতি করিতে গেলে বিবৰ্ত্ত আসিয়া ॥ বুদ্ধি বিগড়য় আর মহাদোষ হয়। বদ্ধ জীব সেই দোষে দোষী হ’য়ে ৱয় ॥ তাই বলি বিবৰ্ত্তবাদ ভ্রম বলি জান। শঙ্করের মত বলি যদি উহা মান ॥ শঙ্কর সে মত দিল ভাগ্যহীন জনে । বিষ্ণুভক্তি সৰ্ব্ব শ্রেষ্ঠ মনে নিজে গণে ॥ মায়াবাদ অসৎ শাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধমত। জানিয়াও ভাগ্য দোষে কেহ তাতে রত স্থাপিয়া সেইত মত ভক্তি কৈল নাশ । জগৎ হইল তবে অভক্ত আবাস ॥ শিবশক্তিধর হন আচাৰ্য্য শঙ্কর । অতএব হন তিনি কৃষ্ণের কিঙ্কর ॥