পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ ভক্তিবিনোদ চরিত চারি সেনাপতি যবে এ সব বলিল । মানবের মনে তবে সংশয় ঘুচিল ॥ বিশুদ্ধ বৈষ্ণব তত্ত্ব ভারতে স্থাপিল । আপামর পাষণ্ড সব বিষ্ণুভক্ত হ’ল । কুমারিক হতে সেই সুমেরু পর্য্যন্ত । ব্যাপিল সমস্ত দেশ হইয়া প্রশান্ত । যদিও প্রভাব ভার পূর্বাঞ্চলে এল। তথাপি তথায় কিছু করিতে নারিল ॥ তামসিক ভাবে রহে বঙ্গবাসিগণ । তন্ত্রমন্ত্রে পরিপূর্ণ র্তাহাদের মন ॥ বৈদিক আচার শূন্ত ভক্তি দূর কথা । নেশায় আচ্ছন্ন হয়ে কালকাটে তথা ॥ তাহাদের দুঃখে দুঃখী হ’য়ে ভগবান । ধরায় আসিতে পুনঃ করিল মনন ৷ বিষ্ণুভক্ত সেনাপতি চারি জনে যাহা । রাখিল অস্পষ্ট করি বুঝাইতে তাহা ॥ সেই বেদ-মহাবাক্য ভেদাভেদ তত্ত্ব । অচিন্ত্য যাহার নাম পূর্ণ শুদ্ধ সত্ত্ব ॥ অবতীর্ণ হইলেন নবদ্বীপ মাঝে । সপার্ষদ গণে তবে পরিপূর্ণ সাজে। রাধিকার ভাব কান্তি করিয়া গ্রহণ । কৃষ্ণ আস্বাদন হেতু করিয়া মনন ৷