পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为重 SAASAASAASAASAAAS তাহাই সম্বল মোর আমি অজ্ঞ অতি । থাকুক আমার সদা প্রভু পদে মতি ॥ বৈষ্ণব ঠাকুর মোরে সদা কৃপাকর। দয়া পাত্র বলি মোরে তব পদে থর ॥ ভকতিবিনোদ প্রভু দয়ার সাগর । অভাগা পতিত আমি তোমার কিঙ্কর । কিছু নাহি জানি আমি তুমি মাত্র গতি । তোমাপদ ধরি জানি মোর নিত্যপতি । নাম দিলে কৃষ্ণদাস কেন নাহি জানি । অযোগ্য নিকৃষ্ট আমি এইমাত্র মানি। অগতির গতি তুমি দয়া কর মোরে। পড়িয়াছি ভবার্ণবে রাখ মোরে ধীরে ॥ আমার প্রার্থনা তুমি নাহি ঠেল এবে। দয়া করি ধর পদে কঁদিতেছি যবে ৷ ভকতিবিনোদপদ কৃষ্ণদাস আশা। অগতির গতি উহ। উহাই ভরসা । ইতি প্রখম পরিচ্ছেদ সমাপ্ত ।