পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** ভক্তিবিনোদ চরিত مع می تهمینه میسی مسیح --ی সেই পাদপদ্ম আমি লোক নিস্তারিতে । কেমনে দেখাব আনি তাহাদের হিতে ॥ তুমি যদি দয়া কর তবেত শকতি । তা না হ’লে আমি ছার নাহি কোন গতি ॥ তোমার শকতি ধরি আমার সে বল । গুরু কৃপা ব্যতিরেকে সকলি দুৰ্ব্বল ॥ সেই বল বিস্তারিয়া ব্ৰহ্মাণ্ড ভরিব । বিমুখ জনেরে আমি শৃঙ্খলে বাধিব ॥ সবারে বলাব তবে হরি গুণ গান । সেই মহামন্ত্র দিব করিয়া সন্ধান ॥ হরিনাম বস্ত হয়ে তারিবে ত্রিলোক । কৃষ্ণ কৃষ্ণ বলি তবে গাবে সৰ্ব্বলোক ॥ তোমার প্রদত্ত শিক্ষা জীব আচরিবে । ভক্তি পেয়ে তাহাতেই ছৰ্গতি ঘুচিবে ॥ চৈতন্ত চরণে তবে সকলে মজিবে । অন্য বুদ্ধি নাহি করি চৈতন্য ভজিবে ॥ গৌরাঙ্গ বলিতে হ’বে পুলক শরীর। পাষণ্ড অধম নর চক্ষে ব’বে নীর ॥ দয়াল ঠাকুর সেই চৈতন্য গোসাই। জীব নিস্তারিতে র্যার প্রকট ইহঁাই ॥ যার সনে তুমি রহ নিত্য লীলা রঙ্গে । যাহার আজ্ঞায় তুমি এসেছিলে বঙ্গে ॥