পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ● জীবের কল্যাণ হেতু তুমি ভক্তেশ্বর । র্তাহার শকতি ধরি হলে কাৰ্য্যকর ॥ আমার সৌভাগ্য বড় তাই মূঢ় আমি। তোমার চরণে আসি পড়েছিমু নমি ॥ দয়া করি তুমি কৃপা করেছিলে মোরে । তাহাতেই গতি আমি পেয়েছিনু ভোরে ॥ বিজন কুজন দেশে পড়েছিমু আমি । দয়া করি টানি নিলে দয়াময় তুমি ॥ তোমার কৃপার অন্ত না পারি লিখিতে । আমার সে সাধ্য নাহি ন পারি গাইতে ॥ তুমি দিয়াছিলে বল তাহ জোর মোর। সেই বলে বলীয়ান হইয়। বিভোর ॥ তোমার চরণ সেবা করিয়াছি আমি । তাহাই সম্বল মোর তুমি প্রভু স্বামী ॥ লাজ শূন্ত হয়ে আমি আত্মকথা গাই। অাম সম পাপী আর এ জগতে নাই ॥ পাপী উদ্ধারিতে এবে গৌরাঙ্গ নিতাই। নবদ্বীপে অবতীর্ণ আনন্দ সদাই ॥ দ্বাপরের শেষে কৃষ্ণ আসিল তারিতে । অস্থর নিধনে ভার হরণ করিতে। কলির সন্ধ্যায় গৌর অবতীর্ণ হ’য়ে। রাধ। ভাৰ দু্যতি নিল জগত মাতায়ে ॥