পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত $ وف জড় ভরতের কথা তাহাতে প্রমাণ । সহিষ্ণুতা নাহি দেখ তাহার সমান। দম্ভ মান পরিহার সৰ্ব্বদা করিবে । জ্ঞানিজন সঙ্গ সদা যত্নেতে বর্জিবে ॥ যে জ্ঞানেতে ভক্তি নাই সেই জ্ঞান বৃথা । ভাল মতে জান ইথে নাহিক অন্যথা ॥ জ্ঞানবাদী মায়াবাদী ভক্তিশূন্ত হয়। সাধুগণ সৰ্ব্বদাই সে সঙ্গ বর্জয় ॥ জ্ঞানবাদিগণ সদা শুষ্ক জ্ঞান তরে । ব্ৰহ্ম আত্মা ভগবান বুঝিতে না পারে ॥ জ্ঞানবাদী চিন্তে সদা ব্ৰহ্ম যেথা আছে । পরমাত্মা ভগবানে জ্ঞানী নাহি পৌছে ৷ ব্ৰহ্ম জ্যোতিঃ দেখি জ্ঞানবাদী তুষ্ট হ’য়ে । গোলোক বৈকুণ্ঠ কভু নাহি দেখে চেয়ে ॥ বৈকুণ্ঠোপরি গোলোক শ্রীকৃষ্ণের স্থান । যথায় বিরাজ করে স্বয়ং ভগবান ॥ ঐশ্বৰ্য্য মাধুর্য্য দৃষ্টি জ্ঞানীদের নাই। কেবল জ্যোতিঃতে বদ্ধ তাহারাই ভাই ॥ কোথা হতে ঐ জ্যোতিঃ আসিছে লখিয়া । সন্ধান না করে তার চোখ ঝলসিয় ॥ বস্তু শূন্ত জ্যোতি তারা মনোমধ্যে গড়ি । আপনাকে ফাকি দিয়ে করে হুড়াহুড়ি ॥