পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত \డి নাম চিস্তামণিঃ কৃষ্ণশ্চৈতন্তরসবিগ্রহ । পূর্ণ শুদ্ধে নিত্যমুক্তোইভিন্নাত্বারামনামিনোঃ । সে মোর ঠাকুর, পরম দয়াল, জীব নিস্তারিতে, পথ দেখাইল । তাই আজি ভবে, হরিনাম ধ্বনি, গগন ভেদিয়া, জাগিয়া উঠিল। ভকতিবিনোদ, কিঙ্কর সকল, চারি দিকে হরিনাম প্রচারিল। পথ আগুলিয়া, রছিল তাহার, হরিনাম সব, জগত ভরিল। আমি সে পামর, সে ধ্বনি শুনিয়া, জনম লইনু, বাঙ্গালার ভূমে। ক্রমে বড় হ’য়ে, ভকতিবিনোদ, পদাশয় করি, ত্যজি নিজঘুমে। শিশির প্রমুখ, গেীর ভক্তজন, ভকতিবিনোদ পদে মাথা ধরি। দাদা বলি তাহে, র্তার শিক্ষালয়ে, হরিনাম রবে, মাতিল যে ভরি।