পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/ex ভক্তগণ ইহাকে তাহীদের বিশুদ্ধ আনন্দপ্রদ গ্রন্থ বলিয়৷ হৃদয়ে ধারণ করিবেন ইহাই আমার স্থির বিশ্বাস । এখানে আমার গ্রন্থকারের কিঞ্চিৎ পরিচয় প্রদান করিব । যশোহর জিলায় নড়াইল সবডিভিসনের অস্তগত ছাতড়া গ্রামে ১১ই শ্রাবণ ১২৯৪ সালে শ্ৰীকৃষ্ণদাস বাবাজী, ( ইহার পূৰ্ব্বাশ্রমের নাম ইন্দ্রচন্দ্র ছিল, ) জন্ম গ্রহণ করেন । তাহার পিও। তাহার বাল্যকালেই হৃষীকেশে যতি আশ্রম গ্রহণ করত: শ্ৰীনরোত্তম দাস সন্ন্যাসী নামে পরিচিত ছিলেন । গৃহে থাকিয় কিছু বিদ্যাভ্যাস করিয়া নিজসুকুতির বলে বৈষ্ণব ধৰ্ম্মে কৃষ্ণদাসের মতি গতি ধাবিত হওয়ায় তিনি শল ভক্তিবিনোদ ঠাকুরের অন্যতম শিষ্ঠ তাহার বন্ধু শ্ৰীযুত বনমালী দাসের সহিত গৃহ হইতে বাহির হইয়া এক বস্ত্রে নবদ্বীপে পদব্রজে আসিতে থাকেন। মধ্যে একটা নদী পার হইতে হইলে পাটনীকে পারানী পয়সী হস্তে না থাকায় ও তাহা দিতে ন পারায় ; তাহাঁদের পরিহিত একখানি কাপড় উহাকে দিয়া দুই জনে অপর পরিহিত বস্ত্র খানি দ্বিভাগ করিয়া তাহাই পরিধান পূর্বক শ্ৰল ভক্তিবিনোদ ঠাকুরের পদতলে শ্ৰীগোক্রমম্বীপে শ্রীশ্বানন্দমুখদকুঞ্জে আসিয়া আশ্রয় গ্রহণ করেন এবং উভয়েই ঠাকুরের কৃপালাভ করিতে সক্ষম হন । কৃষ্ণদাস শ্ৰীমন্মহাপ্রভুর অনুমোদিত বিশুদ্ধ ভাবে শুভ্ৰ ডোরকেীপীনবস্ত হইয়৷ শ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুরের নিকট ভেকাশ্ৰয় করতঃ প্রকৃত বৈষ্ণবোচিত ভজন সাধনে হন ও ক্রমে ঠাকুরের রূপা যথেষ্ট লাভ করিয়৷