পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

MYeAeAMMSAAAA চৈতন্তের কৃপা লাভ সত্বরে করিল। যাহা দেখি সৰ্ব্বলোক মোহিত হইল ॥ সে দেশের সব লোক ক্রমে ক্রমে ভবে । চৈতন্তের পদে ভক্তি লভিল গৌরবে । বিষ্ণুপুর স্থান সব বৈষ্ণবে পুরিল ৷ সে সৌরভ বিস্তারিয়া চৌদিকে ছুটিল ॥ এ দিকেতে নরোত্তম খেতুরী আসিয়া । দীনভাবে ভক্তিভরে দিবস যাপিয়া ॥ গ্রন্থের উদ্ধার কথা শ্রবণ করিল। তবে তার উৎকণ্ঠার মাত্র নিবারিল ॥ ঠাকুর সে নরোত্তম সদাই উন্মত্ত। ভক্তি দিয়া সৰ্ব্ব জীবে করিল প্ৰমত্ত। চৈতন্তের কৃপা তবে বিস্তৃত হইয়া । ছাপাইল বঙ্গদেশে চারি দিক দিয়া ॥ শু্যামানন্দ উড়িষ্যায় বাকি যাহা ছিল । বহু যত্নে ভক্তিপথ সৰ্ব্বজীবে দিল ॥ এই তিন মহাজন মুখ্য স্তম্ভ হ’য়ে। দিকপাল ভাবে রহে গেীর শিক্ষা ল’য়ে ॥ এ তিনের অবসানে অন্ধকার ব্যাপী । বঙ্গদেশ হইলেক নিরানন্দ স্থাপি ॥ শ্ৰীনিবাসাচাৰ্য্য প্ৰভু পণ্ডিত শাস্ত্রেতে। কলাবিদ্যাপট তিনি হন সৰ্ব্বমতে ॥